নতুন ব্যবসা শুরু করতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি। ক্রিকট্র্যাকারের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ঝাড়খন্ডে নিজের ফার্মহাউজে মাহি যে সব্জি চাষ করেছেন, সেগুলি তিনি দুবাইয়ের বাজারে বিক্রি করবেন।
ভারতের প্রাক্তন অধিনায়কের অর্গ্যানিক ফার্মিং নিয়ে অনেক আগ্রহ রয়েছে। ঝাড়খন্ডের সেম্বো গ্রামে রিং রোডের কাছে রয়েছে ধোনির ৪৩ একরের ফার্মহাউজ। এর মধ্যে ১০ একর জমিতে তিনি ফলিয়েছেন স্ট্রবেরি, বাঁধাকপি, টম্যাটো, ব্রোকোলি, মটরশুটি, পেপের মতো বিভিন্ন ফল ও সব্জি।
সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি থেকে জানা গিয়েছে, ইংরেজি নববর্ষ দুবাইয়ে কাটিছেন মাহি। এদিকে খবর, ঝাড়খন্ড থেকে দুবাইয়ে সব্জি নিয়ে গিয়ে বিক্রির ব্যাপারে ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে ধোনি আলোচনা করছেন। এই প্রক্রিয়ায় ঝাড়খন্ডের কৃষি দপ্তরও যুক্ত রয়েছে। তারাই ধোনিক ফার্মের সব্জি বিদেশে রপ্তানির কাজ করে। এছাড়া এই কাজের জন্য একটি বেসরকারি সংস্থাকেও দায়িত্ব দেওয়া হয়েছে।