প্রতিযোগিতা আদতে ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে কোভিড-১৯ এর কারণে সেটা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়। ভারতে এই ভাইরাসের প্রকোপ এখনও কমেনি। তাই এবারের আইপিএল এদেশে আয়োজন করা সম্ভব নয়। তার বদলে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২০। ইতিমধ্যে দলগুলি সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে।
গত বছরের বিশ্বকাপের পর থেকে এমএস ধোনিকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি। তাই এবারের আইপিএলে তাকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে সবার মধ্যে। আইপিএলের অন্যতম সেরা দল চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে রয়েছেন এমএস। দল যখনই বিপদে পড়েছে, তিনি ঘুরে দাঁড়াতে সাহায্য করেছেন। তাই আইপিএল ২০২০-এর অন্যতম সেরা আকর্ষণ হতে চলেছেন মাহি। আইপিএল ২০২০-এর সূচি আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা না করা হলেও জানা গিয়েছে যে এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর। আমিরশাহীর দুবাই, আবুধাবি এবং শারজায় সমস্ত ম্যাচ অনুষ্ঠিত হবে।
গত বছরের বিশ্বকাপের পর থেকে এমএস ধোনির অবসর নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছে। অনেকে মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে ধোনিকে আর দেখা যাবে না। যদিও এ ব্যাপারে তিনি কিছু বলেননি। বুড়ো হাড়ে ধোনি ভেল্কি দেখান কি না, তার জন্য আমাদের আইপিএল শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অবশ্য ইতিমধ্যে অনুশীলনে নেমে পড়েছেন ধোনি। সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকে জানা গিয়েছে, রাঁচিতে তিনি প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা বলেন, তিনি (ধোনি) জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে গত সপ্তাহে গিয়েছিলেন। সেখানে ইন্ডোরে বোলিং মেশিনের সাহায্যে তিনি প্র্যাকটিস করেন। ওই কর্তা আরও বলেন, উইকএন্ডেও অনুশীলনের জন্য মাঠে গিয়েছিলেন ধোনি। তবে তার পরিকল্পনা সম্পর্কে তিনি কিছু বলতে পারবেন না বলে জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ক্রিকেট কর্তা বলেন, তিনি দুদিন এখানে এসেছিলেন অনুশীলনের জন্য। তবে তারপর থেকে আর তিনি আসেননি। আমি সত্যি কথা বলতে কি তার পরিকল্পনা সম্পর্কে কিছু জানি না। তিনি ট্রেনিংয়ের জন্য ফিরবেন কি না তা বলতে পারব না। আমরা কেবলমাত্র এটা জানি যে তিনি এখানে অনুশীলনের জন্য এসেছিলেন।
২০০৮ সাল থেকেই সিএসকের সঙ্গে রয়েছেন ধোনি। প্রত্যেক মরসুমেই চেন্নাইকে তিনি প্লেঅফে তুলেছেন। তিনি সর্বদা খেলোয়াড়দের অধিনায়ক হিসেবে ভূমিকা পালন করেছেন। সৌরভ গাঙ্গুলির পর ভারতীয় ক্রিকেটের উন্নতিতে যে অধিনায়ক ব্যাপক ভূমিকা পালন করেছেন তিনি হলেন এমএস ধোনি। ভারতীয় দলে ফিটনেসের চল তার হাত দিয়েই শুরু হয়েছিল।