ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ সংস্করণ চলছে সংযুক্ত আরব আমিরশাহীতে। এবারের প্রতিযোগিতা শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে। অপ্রত্যাশিতভাবে আইপিএল ২০২০-এর গ্রুপ স্তর থেকেই ছিটকে গিয়েছে এমএস ধোনির চেন্নাই সুপার কিংস। সিএসকের যে সমস্ত খেলোয়াড় ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরে নেই, তারা ইউএই ছেড়ে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর মধ্যে রয়েছেন সিএসকে অধিনায়ক সহ ফ্র্যাঞ্চাইজির অন্যান্য ক্রিকেটাররা। সিএসকে এই মরসুমে গ্রুপ লিগে তাদের শেষ তিনটি ম্যাচে জয়ী হয়েছে। কিংস ইলেভন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের পর তাদের এই মরসুমের ক্যাম্পেন সমাপ্ত হয়েছে।
আইপিএলের ইতিহাসে এই প্রথমবার প্লে অফের আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সিএসকে। ফ্র্যাঞ্চাইজির অনেক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। খোদ অধিনায়ক এমএস ধোনি প্রত্যাশা অনুযায়ী ব্যাট করতে পারেন নি। তার ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও ধোনি প্রতিশ্রুতি দিয়েছেন যে পরের মরসুমে সিএসকে ভালো ক্রিকেট খেলবে।
এদিকে আমিরশাহী থেকে ভারতে ফেরার পথে বিমানের মধ্যে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন চেন্নাইয়ের লেগ স্পিনার কর্ণ শর্মা। সেই সেলফিতে অধিনায় এমএস ধোনি ছাড়া দেখা যাচ্ছে মিডিয়াম পেসার মনু কুমারকে। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এই মরসুমের আইপিএলে হতাশাজনক পারফরমেন্সের পর দলের কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, শ্রীনিবাসন এবং সিএসকে যে টিম বেছে নিয়েছিল আমরা সেটাই বেছে নিয়েছি। আমরা আবার সেটা করার চেষ্টা করব, যাতে আমরা আগের মতো ধারাবাহিক ক্রিকেট খেলতে পারি।
অন্যদিকে কিংস ইলেভন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের পর এমএস ধোনি বলেন, নিলাম সম্পর্কে বিসিসিআই কী সিদ্ধান্ত গ্রহণ করে তার উপর অনেক কিছু নির্ভর করছে। আগামী দশ বছরের জন্য আমাদের কোর সেট আপে কিছুটা পরিবর্তন দরকার। আইপিএলের শুরুতে আমরা এমন একটা দল বানিয়েছিলাম, যেটা দশ বছরের জন্য আমাদের ভালো পরিষেবা দিয়েছে। এবার পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের উপর নজর দিতে হবে।
সিএসকের জন্য পরের মরসুমে ফিরে আসবেন এমএস ধোনি
সিএসকে অনুরাগীদের জন্য সবচেয়ে ভালো খবর হল যে পরবর্তী আইপিএলে দলে ফিরে আসবেন এমএস ধোনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২১ মরসুমের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আইপিএলের পরবর্তী মরসুমের আগে মেগা অকশন হওয়ার কথা। এখন বিসিসিআই কী সিদ্ধান্ত গ্রহণ করে, সেটাই দেখার বিষয়।