সবে শুরু। আগামী দিনে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ছাড়বেন আরও অনেক বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায় কী তাদের আসন থেকেও লড়বেন! মঙ্গলবার নন্দীগ্রামে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী তথ্য তৃণমূল নেতা শুভেন্দুবাবু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তার সাথে তার প্রাক্তন দলের নেতাদের বাগযুদ্ধ চলছে। মেদিনীপুর শুভেন্দুর ঘাঁটি বলে পরিচিত হলেও তিনি বিজেপিতে যোগ দেওয়ার ফলে আগামী বিধানসভা নির্বাচনের ফল কী হবে, তা নিয়ে এখন থেকেই নানা জল্পনা তৈরি হয়েছে। এদিকে মেদিনীপুরে শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা এই লড়াইকে প্রেস্টিজ ফাইট আখ্যা দিয়েছেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে ভবানীপুর ছাড়াও তিনি নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়ে এবারের ভোটে লড়তে চান। প্রসঙ্গত, এই নন্দীগ্রামের এমএল ছিলেন শুভেন্দু অধিকারী।
মমতার এই পদক্ষেপকেই কটাক্ষ করেছেন শুভেন্দু। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, নন্দীগ্রামের এক রাজনৈতিক সভায় শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি নন্দীগ্রাম থেকে নির্বাচনে লড়বেন। তবে এখানে তিনি হারবেন। এছাড়া ২০১৯ সালের লোকসভা ভোটের পর থেকেই ভবানীপুরে তার ভোট শেয়ার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। টিএমসি সুপ্রিমো হয়তো আগামী দিনে ঘোষণা করতে পারেন যে তিনি ডোমজুড় এবং বালি আসন থেকেও লড়বেন। তবে যেখানেই তিনি যাবেন, সেখানেই তিনি হারবেন। এর পাশাপাশি শুভেন্দু দাবি করেছেন, আগামী রাম নবমীর আগে তার সমগ্র পরিবারেই পদ্ম ফুটবে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ পদ্ম ফুটবে বলে দাবি করেন শুভেন্দুবাবু। নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালন অনুষ্ঠানে জয় শ্রী রাম স্লোগানের বিতর্ক প্রসঙ্গে এই বিজেপি নেতা দাাব করেন, বহুদন আগে থেকেই অভ্যর্থনা জানানোর জন্য জয় শ্রী রাম ধ্বনি ব্যবহার করা হয়। এতে তৃণমূল নেত্রীর আপত্তি কেন, তা বুঝতে পারছেন না বলে জানিয়েছেন শুভেন্দু।