মঙ্গলবার থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। বুধবার ছিল মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন। “জীবনের প্রথম বড় পরীক্ষা” দিচ্ছে রাজ্যের কয়েক লক্ষ পরীক্ষার্থী। মাধ্যমিকের প্রথম দুদিন মোটামুটি নির্বিঘ্নেই কেটেছে। তবে মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রশাসনের কাছে মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে প্রশ্নপত্র ফাঁস।
গত বছর মাধ্যমিক পরীক্ষার একাধিক প্রশ্নপত্র ইন্টারনেটে ফাঁস হয়ে যায়। এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। গতবারের ঘটনার কথা মাথায় রেখে এবার পুলিশ-প্রশাসনের তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের মধ্যে কোনো অভিভাবকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। পরীক্ষা কেন্দ্রের বাইরে পুলিশের নজরদারিও রয়েছে। পরীক্ষাকেন্দ্রে শুধু পড়ুয়া নয়, শিক্ষকদেরও মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া গতবারের মতো এবার যাতে পরীক্ষার দিনই প্রশ্নপত্র ইন্টারনেটে না ছড়ায়, তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। মাধ্যমিক চলাকালীন ৪২টি ব্লকে ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাতেও প্রথম দুদিনে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। পরীক্ষার দিনই তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এদিকে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মালদার রতুয়ায় বৈদ্যনাথপুর হাইস্কুলে প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপ করতে গিয়ে এক পরীক্ষার্থী হাতেনাতে ধরা পড়ে যায়। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। একইরকম ঘটনার খবর পাওয়া গিয়েছে ব্যারাকপুর থেকে। সেখানেও ৩ পরীক্ষার্থী প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপ করতে গিয়ে ধরা পড়ে।
পরিস্থিতির সামাল দিতে সাইবার ক্রাইম বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকরা। মাধ্যমিকের প্রশ্নপত্র আগলে রাখতে তাদের পরামর্শ মেনে চলা হবে বলে জানা গিয়েছে। এদিকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষার প্রথম দুদিনই প্রশ্নপত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়ার প্রসঙ্গে মুখ খুলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সংবাদমাধ্যমে তিনি বলেন, দোষীদের কঠোর শাস্তি হবে। কোথা থেকে এটা হয়েছে সেটা আমরা খুঁজে বের করব। একটা চক্র বা গোষ্ঠী প্রতি বছরই সরকারের বদনাম করতে চায়।
পাথরপ্রতিমায় পড়ুয়াদের কলম দিলেন বিধায়ক
সমগ্র রাজ্যের সঙ্গে সুন্দরবনের বিভিন্ন স্কুলে মাধ্যমিক পরীক্ষা চলছে। পড়ুয়ারা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। কাকদ্বীপ মহকুমার পাথরপ্রতিমা ব্লকের আনন্দলাল আদর্শ বিদ্যালয় হল সুন্দরবনের একটি অন্যতম মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র। বুধবার পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা পেন দিয়ে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। পাথরপ্রতিমা আনন্দলাল আদর্শ বিদ্যালয়ের সামনে পরীক্ষার্থীদের পেন দেওয়া হয়। উপস্থিত ছিলেন পূর্ত্য কর্মাধক্ষ্য প্রিয়রঞ্জন মাঝি, তথ্য-সংস্কৃতি, ক্রীড়া কর্মাধক্ষ্য রাজবাহাদুর সিং, পাথরপ্রতিমা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় নায়েক এবং পাথরপ্রতিমা গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।