বর্ডার গাভাস্কার ট্রফি ২০২০-২১ শুরু হওয়ার মুখে একটি মন্তব্য করেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তার অনুমান ছিল, অস্ট্রেলিয়ায় গিয়ে ভারতকে নাকানিচোবানি খেতে হবে। টেস্ট সিরিজ জয় দিবাস্বপ্ন! বরং অজিদের কাছে ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হতে হবে টিম ইন্ডিয়াকে। বিশেষত অ্যাডিলেডে ৩৬ রানে টিম ইন্ডিয়া অলআউট হয়ে যাওয়ার পর ভনের এই দাবি আরও জোরালো হয়! তবে তিনি বোধহয় কল্পনা করতেও পারেননি, যে দল ৩৬ রানে অলআউট হয়েছিল, ওই সিরিজেই তারা ঘুরে দাঁড়িয়ে অজিদের কুপোকাত করবে।
মঙ্গলবার গাব্বায় রাহানে-পন্থদের ইতিহাসের পরই সোশ্যাল মিডিয়ায় মাইকেল ভনকে নিয়ে চলছে তীব্র ঠাট্টা। তিনি রীতিমতো হাসির খোরাক হয়ে উঠেছেন। ট্যুইটার, ফেসবুকে ভনকে নিয়ে মিমের বন্যা বইছে।