সাইক্লোন বুলবুলের দাপটে সুন্দরবনের ক্ষতিগ্রস্ত এলাকা সোমবার আকাশপথে পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রাকৃতিক বিপর্যয়ে এখনও পর্যন্ত কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪.৬৫ লক্ষ মানুষ। রাজ্যের বিপর্যয় মোকাবিলা এবং সিভিল ডিফেন্স দপ্তর সূত্রে এমনটাই জানা গিয়েছে। ঘুর্ণিঝড়ের কারণে সুন্দরবনের বিস্তীর্ণ ম্যানগ্রোভ বনভূমির বিস্তর ক্ষতি হয়েছে বলেও স্থানীয় সূত্রে খবর। এই বিষয়ে বিশদ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
রবিবার শক্তিশালী ঘুর্ণিঝড় বুলবুল দক্ষিণ ২৪ পরগনা, বিশেষত সুন্দরবন অঞ্চলে প্রবল তাণ্ডব চালায়। হাওয়ার তীব্র বেগে অনেক গাছ ভেঙে এবং উপড়ে পড়েছে। রাস্তায় গাছ পড়ে সমগ্র সুন্দরবনের সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যহত হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে নেমেছে প্রশাসন। সাইক্লোন বুলবুল নিয়ে রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাইক্লোনের প্রভাব সম্পর্কে তিনি বিশদে খোঁজ খবর নেন। কেন্দ্রের তরফে রাজ্যকে সমস্ত প্রকার সহায়তার আশ্বাস প্রদান করেন মোদি।
রবিবার রাতে সাগরদ্বীপের ৬০ কিলোমিটার পূর্বে আছড়ে পড়ে ঘুর্ণিঝড় বুলবুল। দক্ষিণ ২৪ পরগনা, সুন্দরবন, কলকাতা ছাড়াও প্রতিবেশী রাজ্য ওডিশা এবং প্রতিবেশী দেশ বাংলাদেশেও এই ঝড়ের প্রভাব পড়েছে।