পরবর্তী সেনাপ্রধান হতে চলেছেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। বর্তমান সেনাপ্রধান বিপিন রাওয়াতের তিন বছরের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। তার স্থানেই আসবেন জেনারেল নারাভানে। তবে দেশের সর্বাধিক গুরুত্বপূর্ণ সর্বপ্রথম চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) পদে কাকে নিয়োগ করা হবে, তা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সূত্রের খবর, এই পদে বিপিন রাওয়াত অনেকটাই এগিয়ে রয়েছেন। প্রসঙ্গত, সিডিএস হল এমন একটি পদ যেটি সরকারকে সিঙ্গল পয়েন্ট মিলিটারি অ্যাডভাইস প্রদান করবে।