কর্মসংস্থান, মাসে ন্যূনতম ২১,০০০ টাকা মজুরি সহ বিভিন্ন দাবিতে বামফ্রন্টের শ্রমিক সংগঠনগুলি লং মার্চের ডাক দিয়েছে। এই কর্মসূচীর সমর্থনে মঙ্গলবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর থেকে চিড়িয়ামোড় পর্যন্ত লং মার্চের আয়োজন করা হয়। ১১ দিনব্যাপী এই কর্মসূচীর সমাপ্তি হবে আগামীকাল।


প্রসঙ্গত, কাজের সুযোগ সৃষ্টি করতে সরকারি বিনিয়োগ বৃদ্ধি, কাজ না পাওয়া পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে বেকার যুবক-যুবতীদের বেকার ভাতা প্রদান, মাসে ২১হাজার টাকা ন্যূনতম মজুরি, ছাঁটাই হওয়া শ্রমিকদের প্রতি মাসে বেঁচে থাকার মতো ভাতার ব্যবস্থা, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের বেসরকারীকরণ বন্ধ করা, প্রতিরক্ষা ও কয়লা ক্ষেত্রে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ বন্ধ করা, বিএসএনএল, এয়ার ইন্ডিয়া, ভারতীয় রেল, প্রতিরক্ষা কারখানাগুলিতে বড় আকারের বেসরকারীকরণ বন্ধ করা, এমজিএনরেগায় ২০০ দিনের কাজ ও নির্দিষ্ট হারে মজুরি প্রদান, এমজিএনরেগায় বরাদ্দ বৃদ্ধি এবং বকেয়া প্রদান, কৃষির সঙ্কট এবং কৃষক আত্মহত্যা রুখতে কৃষককে ঋণ এককালীন মকুবের ব্যবস্থা, অবিলম্বে উৎপাদন খরচের দেড়গুণ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা এবং রূপায়ণ করা, বিধবা ভাতা/বার্ধক্য ভাতার পরিমাণ মাসে ন্যূনতম ৩ হাজার টাকা প্রদানের দাবিতে সিটু, আইএনটিইউসি সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলির পক্ষ থেকে চলছে লং মার্চ।