করোনাভাইরাসের কারণে গোটা দেশজুড়ে চলছে চতুর্থ দফার লকডাউন, যার মেয়াদ আজ অর্থাৎ রবিবার শেষ হবে। আগামীকাল সোমবার থেকে পঞ্চম দফার লকডাউন শুরু হচ্ছে। অবশ্য এই পর্যায়ে অনেক ছাড় দেওয়া হয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এই পর্যায়ের নাম দেওয়া হয়েছে আনলক-১। নয়া নিয়ম অনুযায়ী ৮ জুন থেকে ধর্মীয় স্থান, শপিং মল, হোটেল এবং রেস্তোঁরা খুলবে। তবে কন্টেনমেন্ট জোনে এখনও নিষেধাজ্ঞা বজায় থাকবে।
আগামীকাল থেকেও ভারতে যেগুলির উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে:
আন্তর্জাতিক উড়ান, মেট্রো ট্রেন পরিষেবা, সিনেমা হল, ডিম, স্যুইমিং পুল, বিনোদন পার্ক, থিয়েটার, বার এবং অডিটোরিয়াম, অ্যাসেম্বলি হল ইত্যাদি। যেকোনো ধরণের সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া সংক্রান্ত, বিনোদনমূলক, শিক্ষামূলক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সমাবেশ। করোনাভাইরাস বিস্তারের পরিস্থিতির উপর বিবেচনা করে এগুলি কবে খুলবে, সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
নাইট কারফিউ এখনও বজায় থাকবে। প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ থাকবে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পর স্কুল, কলেজ, শিক্ষা/ট্রেনিং/কোচিং ইন্সটিটিউট ইত্যাদি খোলা হবে। তবে সূত্রের খবর, জুলাইয়ের আগে এগুলি খোলার কোনো সম্ভাবনা নেই। এদিকে, নভেল করোনাভাইরাস নিয়ে ভারতে পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করছে। ভাইরাসের সংক্রমণের হার হ্রাস পাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিষয়টি নিয়ে মানুষের মধ্যে উদবেগ বাড়ছে। গত ১৮ মে এদেশে করোনা আক্রান্তের সংখ্যা এক লক্ষের ঘর পার করেছিল। সমগ্র বিশ্বে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৬০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মোট মৃতের সংখ্যা প্রায় ৩.৭ লক্ষ। কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই ১৭ লক্ষ মানুষের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ট্রাম্প প্রশাসনের তরফ থেকে এই রোগের মোকাবিলায় অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে পরিস্থিতির কোনো পরিবর্তন চোখে পড়ছে না। গোটা মার্কিন মুলুকে এখন জরুরি অবস্থার মতো পরিবেশ। এছাড়া দক্ষিণ আমেরিকার ব্রাজিলেও ব্যাপকভাবে করোনা সংক্রমণ ঘটেছে। এই দেশে এখনও পর্যন্ত প্রায় ৫ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে। এছাড়া রাশিয়াতে ৪ লক্ষ এবং ব্রিটেনে ২.৭৪ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ এর জেরে মৃত্যুর তালিকায় সবার প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দেশে এখনও পর্যন্ত এক লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে।
তথ্যসূত্র- দ্য মিন্ট
একঝলকে লকডাউন ৫.০
২১৪ Views