কোভিড-১৯ পরিস্থিতি ধীরে ধীরে কিছুটা নিয়ন্ত্রণে চলে আসায় মানুষ বেড়াতেও যাচ্ছে। এবং সেলিব্রিটিরাও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে উঠেছেন অভিনেত্রী হিনা খান। পরিবারের সাথে তিনি এখন মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। সেই ছুটি কাটানোর কিছু হট ছবি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। হিনা খানের বিকিনি পরা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এছাড়া মালদ্বীপে ছুটি কাটানোর অন্যান্য মুহূর্তের ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী।
সম্প্রতি রিয়ালিটি শো বিগ বস ১৪-তে হিনা খানকে দেখা গিয়েছিল। সিনিয়র হিসেবে এই অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছিলেন। জনপ্রিয় হিন্দি টেলি সিরিয়াল ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়- তে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন হিনা।