সুন্দরবনে ঘূর্ণিঝড় বুলবুলে আক্রান্ত মানুষদের পাশে দাঁড়ালেন ভারতীয় জীবন বিমা নিগমের কর্মীরা। ১৮ নভেম্বর থেকে পাথরপ্রতিমা, কাকদ্বীপ ও সাগরদ্বীপের বিভিন্ন এলাকায় দুর্গত মানুষদের তারা কম্বল বিলি করছেন। এলআইসির ডায়মন্ড হারবার শাখার কর্মীদের উদ্যোগে এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে। রবিবার কাকদ্বীপের বাসন্তী ময়দানে শিবির বানিয়ে অনেকের হাতে কম্বল তুলে দেওয়া হয়। যাদের বাড়ির চাল ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ত্রিপল দেওয়া হয়েছে। পাথরপ্রতিমার গোবিন্দনগর, দক্ষিণ সুরেন্দ্রনগরেও শতাধিক মানুষকে কম্বল ও ত্রিপল বিতরণ করা হয়েছে।