হাসান পিয়াদা সাকিব, কুলতলি
নামেই স্বাস্থ্য কেন্দ্র। যেখানে মানুষের সুষ্ঠু চিকিৎসা হওয়ার কথা, সেখানে বর্তমানে গিয়ে দেখা গেল বাদুড়ের বসবাস। কুলতলির কৈখালি শ্রী রামকৃষ্ণ সহায়ক স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা ঠিক এতটাই বেহাল। স্থানীয়রা বিপাকে পড়েছেন। তাদের অভিযোগ, অধিকাংশ সময় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক বা নার্সদের দেখাই যায় না। খাতায় কলমে এই স্বাস্থ্য কেন্দ্রে রয়েছেন একজন চিকিৎসক, তিন জন স্টাফ, এক জন হেল্পার। তবে সময় মতো স্থানীয়রা স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা পান না। তাদের ছুটতে হয় ১৫ কিলোমিটার দূরে জামতলা হাসপাতালে। বিশষেত গর্ভবতী ও বয়স্কদের এত দূরে নিয়ে গিয়ে চিকিৎসা করানো অনেক সময় চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায়।
শ্রী রামকৃষ্ণ সহায়ক স্বাস্থ্য কেন্দ্রে বেহাল চিকিৎসা সেবার পাশাপাশি মৌলিক পরিকাঠামোরও বেহাল অবস্থা। সেখানে শৌচাগারও নেই। স্বাস্থ্য কেন্দ্রের টিউবওয়েলটি দীর্ঘ দুই বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকার অধিকাংশ বাসিন্দা গরীব। তারা দিনমজুর বা মাছ ধরে সংসার চালান। টাকার অভাবে তারা শহরের নামী হাসপাতাল বা নার্সিংহোমে যেতে পারেন না। তাদের একটাই দাবি, স্বাস্থ্য কেন্দ্রটির উন্নতি হোক।