পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নরের পদ থেকে সরিয়ে দেওয়া হল কিরণ বেদিকে। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। এই পরিস্থিতিতে তেলেঙ্গানার রাজ্যপাল টি সৌন্দরারাজনকে পুদুচেরির বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। একটি বিবৃতিতে রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি অজয় কুমার সিং বলেন, প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী কিরণ বেদি আর পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর পদে থাকবেন না। পুদুচেরির দায়িত্ব দেওয়া হয়েছে তেলেঙ্গানার রাজ্যপাল টি সৌন্দরারাজনকে। যতদিন না পুদুচেরির জন্য একজন লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করা হচ্ছে, ততদিন পর্যন্ত সৌন্দরারাজনকে দায়িত্ব পালন করতে হবে।
এদিকে কিরণ বেদিকে সরিয়ে দেওয়ার খবরের প্রতিক্রিয়ায় পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী বলেন, আমাদের চাপের কারণে কিরণ বেদিকে সরিয়ে দেওয়া হয়েছে। এতে পুদুচেরির জনগণের জয় হল। তিনি এখানে জনকল্যাণমূলক পরিকল্পনাগুলিতে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন।