আগামীকাল থেকে খুলনায় শুরু হচ্ছে জাতীয় বইমেলা। আট দিন ধরে এই মেলা চলবে। বুধবার সকাল ১১টায় খুলনা সার্কিট হাউস প্রাঙ্গণে মেলার উদবোধন করবেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মহম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মহম্মদ জাফর ইকবাল।
এবারের বইমেলায় ৩৬টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। ছুটির দিনে সকাল ১১টায় মেলা খুলবে। বইমেলা প্রাঙ্গণে প্রতিদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।