নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক কেন উইলিয়ামসনের জীবনে ফের খুশির খবর। হ্যামিলটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচে সদ্য ঝকঝকে শতরান করেছেন এই কিউই ক্রিকেটার। এবার অন্য এক কারণে তিনি খবরের শিরোনামে। জানা গিয়েছে, প্রথমবারের জন্য বাবা হতে চলেছেন কেন উইলিয়ামসন। টেস্ট ম্যাচ চলাকালীন তিনি এই খবর জানিয়েছেন। কেন উইলিয়ামসন এবং তার পার্টনার সারা রহিমের সন্তান এই মাসেই পৃথিবীর আলো দেখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এদিকে বাবা হওয়ার কারণে তিনি দল থেকে কিছুদিন ছুটি নিতে পারেন বলে জল্পনা করা হচ্ছে। যদিও সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি কিউই অধিনায়ক। পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আরও একটি টেস্ট ম্যাচ খেলবে নিউজিল্যান্ড।