হায়দরাবাদে পশুচিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় চার অভিযুক্ত পুলিশের এনকাউন্টারে খতম হওয়ার পর দেশ উত্তাল হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সিংহভাগ মানুষ পুলিশের এই পদক্ষেপের প্রশংসা করেছেন। তবে কিছু মানুষ এই এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলেছেন। আদালতে দোষী প্রমাণিত হওয়ার আগেই যেভাবে চার অভিযুক্তর প্রাণ গেল, তা নিয়ে মানবাধিকার কর্মীরও সরব হয়েছেন। পুলিশ অবশ্য জানিয়েছিল, ঘটনার পুননির্মাণ করার জন্য ওই চার অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন তারা পুলিশের অস্ত্র কেড়ে পালানোর চেষ্টা করে। পুলিশকে পালটা আক্রমণও করে। তখনই বাধ্য হয়ে পুলিশ গুলি চালায়। তাতেই ধর্ষণে অভিযুক্ত ওই চার ট্রাক ড্রাইভারের মৃত্যু হয়।
পুলিশের এই এনকাউন্টার প্রসঙ্গে এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন ভারতের প্রধান বিচারপতি এসএ বোবদে। তার স্পষ্ট বক্তব্য, ন্যায়বিচার কখনোই প্রতিহিংসার রূপ নেওয়া উচিত নয়। তবে সুপ্রিমকোর্টের বিচারপতি ঘুরিয়ে স্বীকার করে নিয়েছেন, দেশের অপরাধমূলক বিচারব্যবস্থার গতি মন্থর। তিনি বলেন, সাম্প্রতিক কয়েকটি ঘটনা নতুনকরে পুরানো একটি বিতর্ক উস্কে দিয়েছে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই, অপরাধমূলক বিচারব্যবস্থা ন্যায়বিচার প্রদানে যে সময় নেয়, তা পুনর্বিবেচনা করতে হবে। সেই সঙ্গে প্রধান বিচারপতির সাবধানবাণী, ন্যায়বিচার কখনোই তৎক্ষণাৎ হয় না। এটি হওয়াও উচিত নয়। এটি কাঙ্খিত নয়। ন্যায়বিচার কখনোই প্রতিহিংসামূলক হওয়া উচিত নয়। প্রতিহিংসার রূপ নিলে ন্যায়বিচার তার চরিত্র হারায়।