যেকোনো নির্বাচনে জয়ী হতে গেলে ভালো প্রচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই প্রচারের অন্যতম অংশ হল একজন নেতার বক্তৃতা, শব্দের ব্যবহার। মানুষের মনে যদি নেতার কথা দাগ কাটতে পারে, তবেই তার প্রভাব পড়বে ব্যালট বাক্স বা ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এই বক্তৃতা দেওয়ার কাজটা অত্যন্ত দক্ষতার সাথে করেছেন জো বাইডেন। যে কারণে তিনি নির্বাচনে জয়ী হয়েছেন। তবে জানলে অবাক হবেন যে, বাইডেনের প্রতিটি বক্তৃতার শব্দ ঠিক করে দিয়েছিলেন এক ভারতীয়! তার নাম সি বিনয় রেড্ডি। তার আদি বাড়ি তেলেঙ্গানায়। যদিও এখন তিনি পাকাপাকিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন চলাকালীন তিনি বাইডেনের প্রচার টিমের সঙ্গে ছিলেন। অবশ্য এই প্রথমবার নয়, বাইডেন ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত মার্কিন ভাইস প্রেসিডেন্ট থাকার সময়ও তার স্পিচ লিখে দিতেন রেড্ডি। বিডেনের টিমের স্পিচ ডিরেক্টর পদে রয়েছেন এই ভারতীয়। ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে বুধবার শপথ গ্রহণের সময় বাইডেন যে বক্তৃতা দিয়েছেন, তার প্রতিটা শব্দও লিখেছেন রেড্ডি। টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে এমনই খবর জানা গিয়েছে।
এই খবর জানার পরই তেলেঙ্গানায় করিমনগর জেলার পথিরেড্ডিপেটা গ্রামে এখন উৎসবের মেজাজ। তার তাদের গ্রামেরই সন্তান মার্কিন প্রেসিডেন্টের স্পিচ লিখছেন! শুধু এখনই নয়, অন্তত আগামী কয়েক বছরের জন্যও বাইডেনের স্পিচ রাইটারের ভূমিকায় থাকবেন রেড্ডি। তার এক আত্মীয়, ছোলেট্টি সাই রেড্ডি বলেন, আমার গোটা পরিবার অত্যন্ত গর্বিত।