নিউজিল্যান্ডের সীমিত ওভারের দলের একজন নির্ভরযোগ্য সদস্য হয়ে উঠেছেন জেমস নিশাম। ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ব্ল্যাক ক্যাপসদের দল। যদিও দুর্ভাগ্যজনকভাবে তারা ইংল্যান্ডের কাছে পরাজিত হয়। তবে নিউজিল্যান্ডের ক্রিকেট ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এই সাফল্যের অন্যতম কারিগর হলেন নিশাম। গত মার্চ মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এসসিজিতে তাকে শেষবার ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল।
এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২০ সংস্করণে কিংস ইলেভন পাঞ্জাবের (কেএক্সআইপি) হয়ে খেলার জন্য প্রস্তুত নিশাম। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে এবারের আইপিএল শুরু হবে। আইপিএল ২০২০ ভারতের বদলে ইউনাইটেড আরব এমিরেটসে (ইউএই) অনুষ্ঠিত হবে। যদিও টুর্নামেন্টের সম্পূর্ণ সূচি এখনও প্রকাশ করা হয়নি। এর আগে ২০১৪ সালে আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে চারটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার।
আইপিএল ২০২০-তে খেলার জন্য প্রস্তুত নিশাম
এবারের আইপিএলের জন্য নিলাম অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বর মাসে। সেই নিলামে ৫০ লক্ষ টাকার বেস প্রাইসে তাকে ক্রয় করেছিল কেএক্সআইপি। পাঞ্জাবের এই ফ্র্যাঞ্চাইজি এখনও আইপিএলে ট্রফি জিততে পারেনি। এবারের টুর্নামেন্টে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন নিশাম।
এদিকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কেন তিনি আইপিএলে খেলছেন, এক অনুরাগী তাকে প্রশ্নে করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। এর জবাবে নিশাম বলেন, কারণ হল আমাদের গ্রীষ্মকালীন মরসুমের মাঝামাঝি সময়ে পিএসএল অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালের মার্চ মাসে শেষ প্রান্তে এসে থমকে যায় পিএসএল। স্থগিত করা হয় পিএসএলের প্লেঅফের ম্যাচগুলি।