কোভিড-১৯ পরিস্থিতিতে ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে ক্রীড়া জগৎ। চলতি বছরের টোকিও অলিম্পিক পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। এ বছরের মার্চ মাস থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২০ শুরু হওয়ার কথা ছিল। যদিও করোনা পরিস্থিতিতে তা সম্ভব হয়নি। অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয় আইপিএল। তবে সমস্ত অনিশ্চয়তা কাটিয়ে সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবি, দুবাই এবং শারজায় বসেছিল আইপিএলের আসর। বিসিসিআই এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করার পর থেকেই অন্যান্য ক্রীড়া লিগের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে ওঠে। করোনা পরিস্থিতিতে বায়ো-বাবলের মধ্যে, দর্শক ছাড়াই যে সফলভাবে কোনো ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব, তা দেখিয়ে দিয়েছেন আইপিএলের আয়োজকরা।
ক্রিকেটের পর এবার ভারতের আর একটি জনপ্রিয় ক্রীড়া লিগ আইএসএল বা ইন্ডিয়ান সুপার লিগ আজ থেকে শুরু হচ্ছে। এটি আইএলএলের সপ্তম সংস্করণ। টুর্নামেন্ট ঘিরে ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কোভিড-১৯ মহামারির জেরে এবারের টুর্নামেন্ট কেবলমাত্র গোয়াতেই অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের মোট ১১টি দল গোয়ার বিভিন্ন হোটেলে রয়েছে। প্রাক মরসুমের গা ঘামানো ম্যাচেও তারা অংশগ্রহণ করেছে। সব শেষে এবার মূল প্রতিযোগিতা শুরু হওয়ার পালা। এবারের আইএসএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স এবং এটিকে মোহনবাগান। লাইভ ম্যাচ স্টার স্পোর্টস ছাড়াও দেখা যাবে ডিজনি+ হটস্টার এবং জিও টিভিতে। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ম্যাচ শুরু হবে।
আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ, কীভাবে বাড়িতে বসেই দেখবেন এই টুর্নামেন্ট?
১০৬ Views