আইপিএল ২০২১ শুরু হতে আর বেশিদিন বাকি নেই। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ঘর গোছাতে ব্যস্ত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। আগের প্রস্তাব ছিল, ২০২১ আইপিএলের আগে মেগা অকশন হবে। কিন্তু করোনা পরিস্থিতি এবং সময়ের অভাবে আসন্ন আইপিএলের আগে মিনি অকশনের আয়োজন করা হয়েছে। সেই নিয়ম অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিগুলিকে কিছু খেলোয়াড় রাখি বাকিদের রিলিজ করে দিতে হবে। এই রিলিজ করে দেওয়া খেলোয়াড়রা নিলামে অংশগ্রহণ করতে পারবেন। আজ, ২০ জানুয়ারি আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজি তাদের রিটেন এবং রিলিজ করা খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে। নীচে আমরা দেখব সানরাইজার্স হায়দরাবাদের তালিকা।
রিটেন করা খেলোয়াড়
কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, মণিশ পাণ্ডে, বিরাট সিং, প্রিয়ম গর্গ, আব্দুল সামাদ, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কল, টি নটরাজন, অভিষেক শর্মা, শাহবাজ নদীম, মিচেল মার্শ, বিজয় শঙ্কর, মহম্মদ নবী, রশিদ খান, জনি বেয়ারস্টো, ঋদ্ধিমান সাহা, শ্রীবৎস গোস্বামী, বেসিল থাম্পি।
যাদের রিলিজ করা হয়েছে
বিলি স্ট্যানলেক, ফাবিয়ান আলেন, সঞ্জয় যাদব, বি সন্দীপ এবং ইয়ারা পৃথ্বী রাজ
নিলামে উপলভ্য বাজেট
১০.৭৫ কোটি