আইপিএল ২০২১ শুরু হতে আর বেশিদিন বাকি নেই। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ঘর গোছাতে ব্যস্ত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। আগের প্রস্তাব ছিল, ২০২১ আইপিএলের আগে মেগা অকশন হবে। কিন্তু করোনা পরিস্থিতি এবং সময়ের অভাবে আসন্ন আইপিএলের আগে মিনি অকশনের আয়োজন করা হয়েছে। সেই নিয়ম অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিগুলিকে কিছু খেলোয়াড় রাখি বাকিদের রিলিজ করে দিতে হবে। এই রিলিজ করে দেওয়া খেলোয়াড়রা নিলামে অংশগ্রহণ করতে পারবেন। আজ, ২০ জানুয়ারি আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজি তাদের রিটেন এবং রিলিজ করা খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে। নীচে আমরা দেখব রাজস্থান রয়্যালসের তালিকা।
রিটেন করা খেলোয়াড়
রবিন উথাপ্পা, এম লোমরোর, এম ভোরা, আর পারাগ, এম মারকান্ডে, এস গোপাল, জে উনাদকাত, কে ত্যাগী, আর তেওয়াটিয়া, ওয়াই জয়সওয়াল, এস স্যামসন, এ রাওয়াত, ডি মিলার, জে আর্চার, এ টাই, বি স্টোকস, জে বাটলার
যাদের রিলিজ করা হয়েছে
স্টিভ স্মিথ, এ রাজপুত, ও থমাস, এ সিং, ভি অ্যারন, টম কুরান, এ যোশী, এস সিং
নিলামে উপলভ্য বাজেট
৩৪.৮৫ কোটি