ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম সংস্করণের জন্য ইতিমধ্যে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ২০২১ সালের এপ্রিল-মে নাগাদ ভারতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে পারে। বহুদিন ধরেই জল্পনা করা হচ্ছিল যে, আসন্ন আইপিএলে দুটি নতুন দল যোগ করতে পারে বিসিসিআই। সম্প্রতি সেই জল্পনা আরও জোরদার হয়েছে। বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। এদিকে সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা গিয়েছে, যে কয়েকটি শহর থেকে নতুন দুটি দল যোগ হওয়া নিয়ে আলোচনা চলছে তার শীর্ষে রয়েছে আমেদাবাদ। বিসিসিআই চাইছে, আইপিএলের নবম টিমের হোমগ্রাউন্ড হয়ে উঠুক আমেদাবাদে নবনির্মিত সর্দার প্যাটেল স্টেডিয়াম। আর একটি ফ্র্যাঞ্চাইজি যোগ করা হতে পারে উত্তরপ্রদেশের লখনউ বা কানপুর শহর থেকে।