আইপিএল ২০২১ শুরু হতে আর বেশিদিন বাকি নেই। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ঘর গোছাতে ব্যস্ত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। আগের প্রস্তাব ছিল, ২০২১ আইপিএলের আগে মেগা অকশন হবে। কিন্তু করোনা পরিস্থিতি এবং সময়ের অভাবে আসন্ন আইপিএলের আগে মিনি অকশনের আয়োজন করা হয়েছে। সেই নিয়ম অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিগুলিকে কিছু খেলোয়াড় রাখি বাকিদের রিলিজ করে দিতে হবে। এই রিলিজ করে দেওয়া খেলোয়াড়রা নিলামে অংশগ্রহণ করতে পারবেন। আজ, ২০ জানুয়ারি আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজি তাদের রিটেন এবং রিলিজ করা খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে। নীচে আমরা দেখব মুম্বই ইন্ডিয়ান্সের তালিকা।
রিটেন করা খেলোয়াড়
রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, আনমোলপ্রীত সিং, ক্রিস লিন, সৌরভ তিওয়ারি, ধাওয়াল কুলকার্নি, জসপ্রীত বুমরাহ, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, মোহসিন খান, হার্দিক পাণ্ডিয়া, জয়ন্ত যাদব, কিরণ পোলার্ড, ক্রুণাল পাণ্ডিয়া, অনুকূল রায়।
যাদের রিলিজ করা হয়েছে
লাসিথ মালিঙ্গা, নাথান কুল্টার-নাইল, জেমস প্যাটিনসন, শেরফানে রাদারফোর্ড, দিগ্বিজয় সিং, প্রিন্স বলওয়ান্ত রাই, মিচেল ম্যাকক্লেনাঘান
নিলামে উপলভ্য বাজেট
১৫.৩৫ কোটি