আইপিএল ২০২১ শুরু হতে আর বেশিদিন বাকি নেই। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ঘর গোছাতে ব্যস্ত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। আগের প্রস্তাব ছিল, ২০২১ আইপিএলের আগে মেগা অকশন হবে। কিন্তু করোনা পরিস্থিতি এবং সময়ের অভাবে আসন্ন আইপিএলের আগে মিনি অকশনের আয়োজন করা হয়েছে। সেই নিয়ম অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিগুলিকে কিছু খেলোয়াড় রাখি বাকিদের রিলিজ করে দিতে হবে। এই রিলিজ করে দেওয়া খেলোয়াড়রা নিলামে অংশগ্রহণ করতে পারবেন। আজ, ২০ জানুয়ারি আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজি তাদের রিটেন এবং রিলিজ করা খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে। নীচে আমরা দেখব কলকাতা নাইট রাইডার্সের তালিকা।
রিটেন করা খেলোয়াড়
আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, হ্যারি গুরনে, কমলেশ নাগরকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, নীতীশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, রিঙ্কু সিং, সন্দীপ ওয়ারিয়র, শিবম মাভি, শুভমান গিল, সুনীল নারাইন, প্যাট কামিন্স, ইয়ন মর্গ্যান, বরুণ চক্রবর্তী, রাহুল ত্রিপাঠী
যাদের রিলিজ করা হয়েছে
টম ব্যান্টন, ক্রিস গ্রিন, নিখিল নায়েক, সিদ্ধেশ ল্যাড, মনিরামন সিদ্ধার্থ
নিলামে উপলভ্য বাজেট
১০.৮৫ কোটি