আইপিএল ২০২১ শুরু হতে আর বেশিদিন বাকি নেই। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ঘর গোছাতে ব্যস্ত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। আগের প্রস্তাব ছিল, ২০২১ আইপিএলের আগে মেগা অকশন হবে। কিন্তু করোনা পরিস্থিতি এবং সময়ের অভাবে আসন্ন আইপিএলের আগে মিনি অকশনের আয়োজন করা হয়েছে। সেই নিয়ম অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিগুলিকে কিছু খেলোয়াড় রাখি বাকিদের রিলিজ করে দিতে হবে। এই রিলিজ করে দেওয়া খেলোয়াড়রা নিলামে অংশগ্রহণ করতে পারবেন। আজ, ২০ জানুয়ারি আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজি তাদের রিটেন এবং রিলিজ করা খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে। নীচে আমরা দেখব কলকাতা দিল্লি ক্যাপিটালসের তালিকা।
রিটেন করা খেলোয়াড়
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, ইশান্ত শর্মা, অজিঙ্কে রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, পৃথ্বী শাউ, ললিত যাদব, অভেশ খান, অক্ষর প্যাটেল, অমিত মিশ্র, কাগিসো রাবাদা, মার্কাস স্টোইনিস, ক্রিস ওকস, শিমরন হেটমায়ের, প্রবীণ দুবে, হার্ষাল প্যাটেল, ড্যানিয়েল স্যামস, অনরিচ নর্জে।
যাদের রিলিজ করা হয়েছে
মোহিত শর্মা, সন্দীপ লামিছানে, অ্যালেক্স ক্যারে, জেসন রয়, কিমো পল, তুষার দেশপান্ডে
নিলামে উপলভ্য বাজেট
১২.৮ কোটি