আইপিএল ২০২১ শুরু হতে আর বেশিদিন বাকি নেই। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ঘর গোছাতে ব্যস্ত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। আগের প্রস্তাব ছিল, ২০২১ আইপিএলের আগে মেগা অকশন হবে। কিন্তু করোনা পরিস্থিতি এবং সময়ের অভাবে আসন্ন আইপিএলের আগে মিনি অকশনের আয়োজন করা হয়েছে। সেই নিয়ম অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিগুলিকে কিছু খেলোয়াড় রাখি বাকিদের রিলিজ করে দিতে হবে। এই রিলিজ করে দেওয়া খেলোয়াড়রা নিলামে অংশগ্রহণ করতে পারবেন। আজ, ২০ জানুয়ারি আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজি তাদের রিটেন এবং রিলিজ করা খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে। নীচে আমরা দেখব চেন্নাই সুপার কিংসের তালিকা।
রিটেন করা খেলোয়াড়
নরায়ণ জগদীশন, ঋতুরাজ গায়কোয়াড়, কেএম আসিফ, রবীন্দ্র জাডেজা, এমএস ধোনি, জশ হ্যাজলউড, কর্ণ শরমা, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, ইমরান তাহির, দীপক চাহার, ফাফ দুপ্লেসি, শার্দুল ঠাকুর, মিচেল স্যান্টনার, ডোয়েন ব্রাভো, লুঙ্গি এনগিডি, স্যাম কুরান, সাই কিশোর
যাদের রিলিজ করা হয়েছে
কেদার যাদব, পিযুষ চাওলা, মুরলি বিজয়, হরভজন সিং, শেন ওয়াটসন, মনু কুমার
নিলামে উপলভ্য বাজেট
২২.৯ কোটি