শনিবার, অক্টোবর ১৬, ২০২১
Home Uncategorized ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয়তাকে ছাপিয়ে গেল আইপিএল ২০২০

ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয়তাকে ছাপিয়ে গেল আইপিএল ২০২০

১৭৩ Views

করোনা মহামারির জেরে অনেক অনিশ্চয়তার পর শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২০। ভারতের বদলে এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাশাহিতে। করোনা মহামারির জেরে স্টেডিয়ামে দর্শক উপস্থিত না থাকলেও টেলিভিশনের মাধ্যমে এবারের আইপিএল উপভোগ করছেন দর্শকরা। এক্ষেত্রে ব্যাপক সফল হয়েছে এই টি-২০ লিগ।

কিছুদিন আগে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন যে আইপিএল ঘিরে টিভিতে দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। বিগত বছরগুলির সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে এবারের আইপিএলের টিভি ভিউয়ারশিপ। এবার আরও এক বিশেষ রেকর্ড করল আইপিএল ২০২০। ব্রডকাস্টার্স অডিয়েন্ট রিসার্চ বোর্ড বা বিএআরবিএর মতে, আইপিএলের ভিউয়ারশিপ ছাপিয়ে গিয়েছে যুক্তরাজ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) জনপ্রিয়তাকে। বিএআরবি-এর তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাজ্যে যে সংখ্যক দর্শক আইপিএল দেখছেন, তাদের সংখ্যা ইপিএল দর্শক সংখ্যাকে ২,৫০,০০০ ব্যবধানে ছাপিয়ে গিয়েছে। যুক্তরাজ্যে গত কয়েক সপ্তাহের সমীক্ষা থেকে এমন তথ্যই জানা গিয়েছে।

ইপিএলকে পরাজিত করল আইপিএল

ক্রিকেট বেট ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ১২ থেকে ১৮ অক্টোবরের মধ্যে স্কাই স্পোর্টস ক্রিকেট লাইভের ভিউয়ার সংখ্যা ছিল ৭,৯৭,০০০। ২০২০ সালে এই সংখ্যা ছিল ২,১১,০০০। বিতর্কিত নয়া পে পার ভিউ সিস্টেমে ইপিএলের থেকে অনেক এগিয়ে রয়েছে আইপিএল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে নিউক্যাসল ইউনাইটেডের হোম ম্যাচে মোট ভিউয়ারশিপ ছিল মাত্র ৪০,০০০। অন্যদিকে শেফিল্ড ইউনাইটেডের বিরুদ্ধে লিভারপুলের হোম ম্যাচে এই সংখ্যা ছিল ১,১০,০০০। লিস্টার সিটির বিরুদ্ধে আর্সেনালের ম্যাচে এই সংখ্যা ছিল একটু বেশি (১,৪০,০০০)। তবে বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট লিগ আইপিএলের এবারের ভিউয়ারশিপের থেকে অনেক পিছিয়ে রয়েছে ইপিএলের ম্যাচের এই ভিউয়ারশিপের পরিসংখ্যান। ক্রিকেট বেট ইন্ডিয়ার এক তথ্য বলছে, আইপিএল ২০২০ যুক্তরাজ্যে ভিউয়ারশিপের দিক থেকে ১১ শতাংশ বৃদ্ধি হয়েছে। এবং আরও যত সময় এগোবে, এই সংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আইপিএল ২০২০ বর্তমানে মাঝপথ পেরিয়ে গিয়েছে। প্লেঅফের কাছাকাছি পৌঁছে গিয়েছে আইপিএল। অধিকাংশ দলের কাছে আর দু-তিনটি লিগ ম্যাচ রয়েছে। পয়েন্ট টেবিল দেখে বলতে হয়, এখনও যে কোনো দলের ভাগ্যের চাকা ঘুরতে পারে। তবে শোচনীয় পারফরমেন্সের জেরে এর মধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। তারা নিয়মরক্ষার কয়েকটি ম্যাচ খেলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

আবহাওয়ার পূর্বাভাস: আজ বৃষ্টি হতে পারে

কলকাতা ও তার আশেপাশে আজ, ৩ সেপ্টেম্বর, ২০২১-এর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মূলত মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা আছে। অ্যাকুওয়েদার ডট কম...

সাইক্লোনের পর ত্রাণের সাথে সুন্দরবনে ঢুকেছে প্রচুর প্লাস্টিক, সঙ্কটে বাস্তুতন্ত্র

করোনা মহামারি, সাইক্লোনের মতো সমস্যায় এমনিতেই সুন্দরবনের নাজেহাল অবস্থা। তার ওপর সেখানে আবার এক নতুন সমস্যা দেখা দিয়েছে। সাইক্লোন...

১ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে সুন্দরবন

সুন্দরবনের অর্থনীতির অন্যতম স্তম্ভ হল পর্যটন। তবে বিগত দু বছরে করোনার জেরে বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে পর্যটন ধাক্কা খেয়েছে। মাঝে খোলা হলেও, করোনার...

সুন্দরবনের অন্যতম স্কুল: বরদাপুর আদর্শ মিলন বিদ্যাপীঠ

ইন্দ্রবরদাপুর আদর্শ মিলন বিদ্যাপীঠের পথ চলা শুরু হয় ১৯৬০ সালের ১৮ ফেব্রুয়ারি। প্রথম দিকে স্কুলটি মাটির দেওয়াল ও টালির চাল দিয়ে তৈরি...

Recent Comments

error: Content is protected !!