করোনা মহামারির জেরে অনেক অনিশ্চয়তার পর শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২০। ভারতের বদলে এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাশাহিতে। করোনা মহামারির জেরে স্টেডিয়ামে দর্শক উপস্থিত না থাকলেও টেলিভিশনের মাধ্যমে এবারের আইপিএল উপভোগ করছেন দর্শকরা। এক্ষেত্রে ব্যাপক সফল হয়েছে এই টি-২০ লিগ।
কিছুদিন আগে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন যে আইপিএল ঘিরে টিভিতে দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। বিগত বছরগুলির সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে এবারের আইপিএলের টিভি ভিউয়ারশিপ। এবার আরও এক বিশেষ রেকর্ড করল আইপিএল ২০২০। ব্রডকাস্টার্স অডিয়েন্ট রিসার্চ বোর্ড বা বিএআরবিএর মতে, আইপিএলের ভিউয়ারশিপ ছাপিয়ে গিয়েছে যুক্তরাজ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) জনপ্রিয়তাকে। বিএআরবি-এর তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাজ্যে যে সংখ্যক দর্শক আইপিএল দেখছেন, তাদের সংখ্যা ইপিএল দর্শক সংখ্যাকে ২,৫০,০০০ ব্যবধানে ছাপিয়ে গিয়েছে। যুক্তরাজ্যে গত কয়েক সপ্তাহের সমীক্ষা থেকে এমন তথ্যই জানা গিয়েছে।
ইপিএলকে পরাজিত করল আইপিএল
ক্রিকেট বেট ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ১২ থেকে ১৮ অক্টোবরের মধ্যে স্কাই স্পোর্টস ক্রিকেট লাইভের ভিউয়ার সংখ্যা ছিল ৭,৯৭,০০০। ২০২০ সালে এই সংখ্যা ছিল ২,১১,০০০। বিতর্কিত নয়া পে পার ভিউ সিস্টেমে ইপিএলের থেকে অনেক এগিয়ে রয়েছে আইপিএল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে নিউক্যাসল ইউনাইটেডের হোম ম্যাচে মোট ভিউয়ারশিপ ছিল মাত্র ৪০,০০০। অন্যদিকে শেফিল্ড ইউনাইটেডের বিরুদ্ধে লিভারপুলের হোম ম্যাচে এই সংখ্যা ছিল ১,১০,০০০। লিস্টার সিটির বিরুদ্ধে আর্সেনালের ম্যাচে এই সংখ্যা ছিল একটু বেশি (১,৪০,০০০)। তবে বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট লিগ আইপিএলের এবারের ভিউয়ারশিপের থেকে অনেক পিছিয়ে রয়েছে ইপিএলের ম্যাচের এই ভিউয়ারশিপের পরিসংখ্যান। ক্রিকেট বেট ইন্ডিয়ার এক তথ্য বলছে, আইপিএল ২০২০ যুক্তরাজ্যে ভিউয়ারশিপের দিক থেকে ১১ শতাংশ বৃদ্ধি হয়েছে। এবং আরও যত সময় এগোবে, এই সংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আইপিএল ২০২০ বর্তমানে মাঝপথ পেরিয়ে গিয়েছে। প্লেঅফের কাছাকাছি পৌঁছে গিয়েছে আইপিএল। অধিকাংশ দলের কাছে আর দু-তিনটি লিগ ম্যাচ রয়েছে। পয়েন্ট টেবিল দেখে বলতে হয়, এখনও যে কোনো দলের ভাগ্যের চাকা ঘুরতে পারে। তবে শোচনীয় পারফরমেন্সের জেরে এর মধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। তারা নিয়মরক্ষার কয়েকটি ম্যাচ খেলবে।