বহু প্রতিক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সূচি ঘোষণা করা হয়েছে। এবারে ভারতের বদলে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হবে আইপিএল। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএল ২০২০। এই টুর্নামেন্ট চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। সমস্ত দল ইতিমধ্যে আমিরশাহীতে পৌঁছে গিয়েছে। তবে কোভিড-১৯ পরিস্থিতির জেরে নির্ধারিত সময়ের অনেক পরে আইপিএল ২০২০-এর সূচি ঘোষণা করল বিসিসিআই। এবারের টুর্নামেন্টের প্রথম ম্যাচে আবু ধাবিতে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (এমআই) এবং চেন্নাই সুপার কিংস (সিএসকে)।
আগেই আভাস পাওয়া গিয়েছিল যে বিকেলের ম্যাচ ভারতীয় সময় বেলা ৩.৩০টায় শুরু হবে এবং সন্ধ্যার ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭.৩০টায়। আইপিএল ২০২০-এর প্রকাশিত শিডিউলে সেটাই দেখা গিয়েছে। দুবাইতে মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে আবু ধাবি এবং শারজায় যথাক্রমে ২০ এবং ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
৪ নভেম্বর শেষ হবে লিগ পর্যায়ের ম্যাচ
এদিকে লিগ পর্যায়ের ম্যাচের দিক থেকে বলতে হয়, আগামী ৩ নভেম্বর পর্যন্ত মোট ৫৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করবে মোট চারটি দল। প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং দ্বিতীয় কোয়ালিফায়ারের সূচি এবং ভেনু পরে ঘোষণা করা হবে। এই প্রথমবারের জন্য সপ্তাহের কোনো কাজের দিনে অনুষ্ঠিত হবে আইপিএল ফাইনাল। দিওয়ালির সপ্তাহরে কাজে লাগাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিএসকেতে কোভিড-১৯ সংক্রমণ নিয়ে আইপিএলের আগে বিপাকে পড়েছে বিসিসিআই। ফলে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ধোনির দলের অংশগ্রহণ নিয়ে সন্দেহ দেখা দেয়। যদিও শেষ পর্যন্ত আক্রান্তরা সুস্থ হয়ে ওঠায় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে এমআই এবং সিএসকে।
আইপিএল ২০২০ এর সম্পূর্ণ সূচি
তারিখ | দিন | ম্যাচ | সময় (IST) | ভেনু |
সেপ্টেম্বর 19 | শনিবার | মুম্বই বনাম চেন্নাই | 7:30 PM | আবু ধাবি |
সেপ্টেম্বর 20 | রবিবার | দিল্লি বনাম পাঞ্জাব | 7:30 PM | দুবাই |
সেপ্টেম্বর 21 | সোমবার | হায়দরাবাদ বনাম ব্যাঙ্গালোর | 7:30 PM | দুবাই |
সেপ্টেম্বর 22 | মঙ্গলবার | রাজস্থান বনাম চেন্নাই | 7:30 PM | শারজা |
সেপ্টেম্বর 23 | বুধবার | কলকাতা বনাম মুম্বই | 7:30 PM | আবু ধাবি |
সেপ্টেম্বর 24 | বৃহস্পতিবার | পাঞ্জাব বনাম ব্যাঙ্গালোর | 7:30 PM | দুবাই |
সেপ্টেম্বর 25 | শুক্রবার | চেন্নাই বনাম দিল্লি | 7:30 PM | দুবাই |
সেপ্টেম্বর 26 | শনিবার | কলকাতা বনাম হায়দরাবাদ | 7:30 PM | আবু ধাবি |
সেপ্টেম্বর 27 | রবিবার | রাজস্থান বনাম পাঞ্জাব | 7:30 PM | শারজা |
সেপ্টেম্বর 28 | সোমবার | ব্যাঙ্গালোর বনাম মুম্বই | 7:30 PM | দুবাই |
সেপ্টেম্বর 29 | মঙ্গলবার | দিল্লি বনাম হায়দরাবাদ | 7:30 PM | আবু ধাবি |
সেপ্টেম্বর 30 | বুধবার | রাজস্থান বনাম কলকাতা | 7:30 PM | দুবাই |
অক্টোবর 1 | বৃহস্পতিবার | পাঞ্জাব বনাম মুম্বই | 7:30 PM | আবু ধাবি |
অক্টোবর 2 | শুক্রবার | চেন্নাই বনাম হায়দরাবাদ | 7:30 PM | দুবাই |
অক্টোবর 3 | শনিবার | ব্যাঙ্গালোর বনাম রাজস্থান | 3:30 PM | আবু ধাবি |
দিল্লি বনাম কলকাতা | 7:30 PM | শারজা | ||
অক্টোবর 4 | রবিবার | মুম্বই বনাম হায়দরাবাদ | 3:30 PM | শারজা |
পাঞ্জাব বনাম চেন্নাই | 7:30 PM | দুবাই | ||
অক্টোবর 5 | সোমবার | ব্যাঙ্গালোর বনাম দিল্লি | 7:30 PM | দুবাই |
অক্টোবর 6 | মঙ্গলবার | মুম্বই বনাম রাজস্থান | 7:30 PM | আবু ধাবি |
অক্টোবর 7 | বুধবার | কলকাতা বনাম চেন্নাই | 7:30 PM | আবু ধাবি |
অক্টোবর 8 | বৃহস্পতিবার | হায়দরাবাদ বনাম পাঞ্জাব | 7:30 PM | দুবাই |
অক্টোবর 9 | শুক্রবার | রাজস্থান বনাম দিল্লি | 7:30 PM | শারজা |
অক্টোবর 10 | শনিবার | পাঞ্জাব বনাম কলকাতা | 3:30 PM | আবু ধাবি |
চেন্নাই বনাম ব্যাঙ্গালোর | 7:30 PM | দুবাই | ||
অক্টোবর 11 | রবিবার | হায়দরাবাদ বনাম রাজস্থান | 3:30 PM | দুবাই |
মুম্বই বনাম দিল্লি | 7:30 PM | আবু ধাবি | ||
অক্টোবর 12 | সোমবার | ব্যাঙ্গালোর বনাম কলকাতা | 7:30 PM | শারজা |
অক্টোবর 13 | মঙ্গলবার | হায়দরাবাদ বনাম চেন্নাই | 7:30 PM | দুবাই |
অক্টোবর 14 | বুধবার | দিল্লি বনাম রাজস্থান | 7:30 PM | দুবাই |
অক্টোবর 15 | বৃহস্পতিবার | ব্যাঙ্গালোর বনাম পাঞ্জাব | 7:30 PM | শারজা |
অক্টোবর 16 | শুক্রবার | মুম্বই বনাম কলকাতা | 7:30 PM | আবু ধাবি |
অক্টোবর 17 | শনিবার | রাজস্থান বনাম ব্যাঙ্গালোর | 3:30 PM | দুবাই |
দিল্লি বনাম চেন্নাই | 7:30 PM | শারজা | ||
অক্টোবর 18 | রবিবার | হায়দরাবাদ বনাম কলকাতা | 3:30 PM | আবু ধাবি |
মুম্বই বনাম পাঞ্জাব | 7:30 PM | দুবাই | ||
অক্টোবর 19 | সোমবার | চেন্নাই বনাম রাজস্থান | 7:30 PM | আবু ধাবি |
অক্টোবর 20 | মঙ্গলবার | পাঞ্জাব বনাম দিল্লি | 7:30 PM | দুবাই |
অক্টোবর 21 | বুধবার | কলকাতা বনাম আরসিবি | 7:30 PM | আবু ধাবি |
অক্টোবর 22 | বৃহস্পতিবার | রাজস্থান বনাম হায়দরাবাদ | 7:30 PM | দুবাই |
অক্টোবর 23 | শুক্রবার | চেন্নাই বনাম মুম্বই | 7:30 PM | শারজা |
অক্টোবর 24 | শনিবার | কলকাতা বনাম দিল্লি | 3:30 PM | আবু ধাবি |
পাঞ্জাব বনাম হায়দরাবাদ | 7:30 PM | দুবাই | ||
অক্টোবর 25 | রবিবার | ব্যাঙ্গালোর বনাম চেন্নাই | 3:30 PM | দুবাই |
রাজস্থান বনাম মুম্বই | 7:30 PM | আবু ধাবি | ||
অক্টোবর 26 | সোমবার | কলকাতা বনাম পাঞ্জাব | 7:30 PM | শারজা |
অক্টোবর 27 | মঙ্গলবার | হায়দরাবাদ বনাম দিল্লি | 7:30 PM | দুবাই |
অক্টোবর 28 | বুধবার | মুম্বই বনাম ব্যাঙ্গালোর | 7:30 PM | আবু ধাবি |
অক্টোবর 29 | বৃহস্পতিবার | চেন্নাই বনাম কলকাতা | 7:30 PM | দুবাই |
অক্টোবর 30 | শুক্রবার | কলকাতা বনাম রাজস্থান | 7:30 PM | আবু ধাবি |
অক্টোবর 31 | শনিবার | দিল্লি বনাম মুম্বই | 3:30 PM | দুবাই |
ব্যাঙ্গালোর বনাম হায়দরাবাদ | 7:30 PM | শারজা | ||
নভেম্বর 1 | রবিবার | চেন্নাই বনাম পাঞ্জাব | 3:30 PM | আবু ধাবি |
কলকাতা বনাম রাজস্থান | 7:30 PM | দুবাই | ||
নভেম্বর 2 | সোমবার | দিল্লি বনাম ব্যাঙ্গালোর | 7:30 PM | আবু ধাবি |
নভেম্বর 3 | মঙ্গলবার | হায়দরাবাদ বনাম মুম্বই | 7:30 PM | শারজা |