ইদানিং বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে চেন্নাই সুপার কিংস। আইপিএল ২০২০ শুরু হওয়ার আগেই স্কোয়াডের মোট ১২ জন সদস্যের কোভিড-১৯ পরীক্ষার পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে। অর্থাৎ তাদের শরীরের মারণ ভাইরাস কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গিয়েছে। এই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ফের ধাক্কা খেয়েছে সিএসকে। ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল ২০২০ শুরু হওয়ার আগেই সংযুক্ত আরব আমিরশাহী ছেড়ে ভারতে চলে এসেছেন সিএসকের অন্যতম ভরসাযোগ্য ক্রিকেটার সুরেশ রায়না। সমগ্র টুর্নামেন্ট থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে রায়নার বদলে কোন ক্রিকেটারকে দলে সুযোগ দেওয়া হতে পারে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। এবার জানা যাচ্ছে, তরুণ ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড়কে সুযোগ দিতে পারে ধোনির দল। ইউএইতে উড়ে আসার আগে চেন্নাইয়ে অনুষ্ঠিত ট্রেনিং ক্যাম্পে ২৩ বছর বয়সী এই ক্রিকেটারের দক্ষতা ধোনিকে মুগ্ধ করেছে। উল্লেখ্য, কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ হওয়ার কারণে পেসার দীপক চাহার সহ গায়কোয়াড় এখন সেল্ফ-আইসোলেশনে রয়েছেন।
কেবলমাত্র ১০ সেপ্টেম্বরের পর তারা দলে যোগ দিতে পারবেন, যদি দুবারের পরীক্ষায় তাদের নেগেটিভ রিপোর্ট পাওয়া যায়। সুপার কিংসের ম্যানেজমেন্ট মনে করছে যে, তরুণ ক্রিকেটার গায়কোয়াড় দলের মিডল অর্ডারের ব্যাটিংয়ের দায়িত্ব পালন করতে পারবেন।
সিএসকেতে ৩ নম্বর পজিশনে ব্যাটিং নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে
টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত প্রাক্তন লেগ স্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণনের বক্তব্য, টি-২০ ফরম্যাটে অধিকাংশ দল ডানহাতি ব্যাটসম্যানদের জন্য সমস্যা সৃষ্টি করতে লেগ স্পিনারদের ব্যবহার করে। তবে লেগিদের খুব সহজেই সামলাতে পারে বাঁহাতি ব্যাটসম্যানরা। সুতরাং রায়নার মতো একজন প্রতিষ্ঠিত ব্যাটসম্যানকে না পাওয়ায় সিএসকের ব্যাপক ক্ষতি হবে। তবে তাদের দলে কুরানের মতো উপযোগী খেলোয়াড় রয়েছে। তিনি ৩ নম্বরে ব্যাট করতে পারেন। বিগত কয়েক বছরে আমরা দেখেছি যে বাঁহাতি পেসারদের পছন্দ করছেন ধোনি। কুরান এক্ষেত্রে কার্যকর হয়ে উঠতে পারেন। তিনি হাওয়ায় বল স্যুইং করাতে পারেন। এছাড়া তিনি দক্ষ ফিল্ডার। সিএসকে থেকে রায়নার প্রস্থানের পর থেকে ৩ নম্বর পজিশনের ব্যাটিংয়ের বিষয়টি এখন খালি অবস্থায় পড়ে রয়েছে। অনুমান করা হচ্ছে, গায়কোয়াড় বা কুরানের মধ্যে কেউ হয়তো এই ভূমিকা গ্রহণ করবেন। ওপেনিংয়ের দায়িত্ব নিতে পারেন শেন ওয়াটসন এবং আম্বাতি রায়ডু। শিবরামকৃষ্ণনের আরও বক্তব্য, তারা ৪ নম্বরে ফাফ দুপ্লেসিকেও খেলাতে পারে। সিএসকের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। তাদের কেবলমাত্র মানসিকভাবে প্রস্তুত হতে হবে।