করোনাভাইরাসের জেরে এবার ভারত-ভূটান সীমান্ত সিল করে দেওয়া হল। প্রশাসনের এক সিনিয়র আধিকারিক এই খবর জানিয়েছেন। উত্তরবঙ্গের আলিপুরদুরায় জেলার জয়গাঁও সীমান্তে শুক্রবার সন্ধ্যা থেকেই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভারত এবং ভূটানের এই সীমান্ত দিয়ে পণ্য এবং মানুষকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সম্প্রতি আলিপুরদুয়ার প্রশাসনকে ভূটানের তরফ থেকে জানানো হয়, করোনাভাইরাসের প্রকোপের কারণে ভূটানে পর্যটন এবং ব্যবসায়ীক কাজকর্ম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তার পরই এই সিদ্ধান্ত গ্রহণ করা হল। এক আমেরিকান পর্যটকের শরীরে এই মারণ ভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর চলতি মাসের প্রথমদিক থেকেই বিদেশি নাগরিকদের ভূটানে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।