ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের মাধ্যমে দীর্ঘ প্রায় এক বছর পর ভারতে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। এই ম্যাচগুলি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের এমএ চিদম্বর স্টেডিয়াম এবং আমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে। ভারত সরকারের তরফ থেকে ইতিমধ্যে এই স্টেডিয়ামগুলির মোট আসনের ৫০ শতাংশ দর্শকদের জন্য বরাদ্দ করার অনুমতি দিয়েছে। তবে করোনা পরিস্থিতিতে সামান্য ঝুঁকিও নিতে রাজি নয় দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিএনসিএ) সাথে বিসিসিআই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে, প্রথম দুটি টেস্ট ম্যাচে মাঠে কোনো দর্শককে প্রবেশ করতে দেওয়া হবে না। মূলত খেলোয়াড়দের স্বাস্থ্যের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঝুঁকি নিতে রাজি নয় বিসিসিআই
গত বুধবার, ২০ জানুয়ারি, টিএনসিএ সেক্রেটারি আর রামস্বামী তার অ্যাসোসিয়েশনের সদস্যদের এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। একটি সার্কুলারে রামস্বামী বলেছেন যে, শীর্ষ আধিকারিকরা কোনোভাবেই খেলোয়াড়দের ঝুঁকির মুখে ফেলতে চাইছেন না। ইএসপিএন ক্রিকইনফোতে প্রকাশিত রামস্বামীর বক্তব্য, করোনা পরিস্থিতি বিবেচনাক্রমে, বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে আসন্ন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে খেলোয়াড়দের নিরাপত্তার সাথে কোনোভাবেই আপোস করা হবে না। বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী, প্রথম দুটি টেস্ট ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচগুলিতে দর্শকের পাশাপাশি কোনো অতিথি, সাব কমিটি মেম্বাররাও মাঠে উপস্থিত থাকতে পারবেন না। প্রতিরোধমূলক পদক্ষেপ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে সূত্রের খবর, আমেদাবদ টেস্ট চলাকালীন মাঠে ২০ থেকে ৩০ শতাংশ আসন দর্শকদের জন্য বরাদ্দ করার পরিকল্পনা নিয়েছে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন। সংস্কার করা মোতেরা স্টেডিয়ামে এটাই হবে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। ভারত এবং ইংল্যান্ড, উভয় দল আগামী ২৭ ফেব্রুয়ারি চেন্নাইয়ে পৌঁছাবে। তিন দিন কোয়ারেন্টাইনে থাকার পর তারা ট্রেনিং শুরু করবে। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে এটাই ভারতের শেষ সিরিজ। এই প্রতিযোগিতার ফাইনাল আগামী জুন মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। ফাইনালে নিজেদের স্থান পাকা করতে ভারতকে এই সিরিজে জিততে হবে। বর্তমানে ৭১.১ পয়েন্ট নিয়ে প্রতিযোগিতার পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত। অস্ট্রেলিয়াকে সম্প্রতি টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত করার পর ভারত প্রবল আত্মবিশ্বাসী। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টিম ইন্ডিয়া অনেকটাই এগিয়ে রয়েছে।