রবিবার চেন্নাইয়ে এমএ চিদম্বরম স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচেই জোর ধাক্কা খেল ভারত। বিরাট কোহলির টিমকে হেলায় হারিয়ে দিল ক্যারিবিয়ান ব্রিগেড। সেই সঙ্গে রবি শাস্ত্রীর টিম ইন্ডিয়াকে অনেক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। ভারত গত কয়েক মাস ধরে ভালো ক্রিকেট খেলছে। বিশেষচ ঘরের মাটিতে। তবে আইসিসি ইভেন্টের নক আউট স্টেজে ভারতের রেকর্ড শোচনীয়। যেকোনো টুর্নামেন্টের সেমিফাইনাল, ফাইনালে পরাজিত হওয়ার অভ্যেস থেকে এখনও ভারত কাটিয়ে উঠতে পারেনি। সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর এই বিষয়টি মিডিয়ার সামনে উল্লেখ করেছিলেন।
কোচ রবি শাস্ত্রীর সঙ্গে সৌরভের সম্পর্ক নিয়ে নানা জল্পনা রয়েছে। অনেকে বলেন, দুজনের সম্পর্ক খুব একটা ভালো নয়। অনিল কুম্বলের পর ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার শাস্ত্রী। বিসিসিআইয়ের ইন্টারভিউ প্যানেলে থাকা সৌরভের সঙ্গে তখন থেকেই শাস্ত্রীর শীতল সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে নানা খবর প্রকাশিত হয়েছে। সৌরভ বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পর মনে করা হচ্ছিল, চাপে পড়তে পারেন শাস্ত্রী। তবে প্রথমে দক্ষিণ আফ্রিকা, তারপর বাংলাদেশ এবং সব শেষে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতে সেই প্রশ্নকে অনেকটা দূরে সরিয়ে দিতে পেরেছিলেন শাস্ত্রী। কিন্তু রবিবার চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে যেভাবে ভারত আত্মসমর্পণ করল, তা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। বিশেষত ভারতের বোলিংয়ের খামতি এদিন প্রকট হয়ে উঠেছে।


চেন্নাইয়ে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ভারত ব্যাট করতে নেমেই বিপদে পড়ে। কোট্রেলের বলে হেটমায়েরের হাতে ক্যাচবন্দি হয়ে মাত্র ৬ রানে আউট হন ওপেনার কেএল রাহুল। রোহিত শর্মাও (৩৬) প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি। কোট্রেলের বলে বোল্ড হন বিরাট কোহলি। তিনি করেছেন মাত্র ৪ রান। তরুণ তুর্কি শ্রেয়স আইয়ার (৭০) এবং চাপের মুখে থাকা ঋষভ পন্থ (৭১) অবশ্য দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৭ রান তোলে ভারত। ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার হয়ে উঠেছেন শেল্ডন কোট্রেল। ১০ ওভারে ২টি মেডেন এবং মাত্র ৪৬ রান খরচ করে তিনি তুলে নিয়েছেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট।


জয়ের জন্য ২৮৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ৪৭.৫ ওভারে ২ উইকেট হারিয়েই ম্যাচ নিজেদের পকেটে পুরে নেন ক্যারিবিয়ানরা। ১০২ রানে অপরাজিত থাকেন উইকেটকিপার-ব্যাটসম্যান শাই হোপ। ১৩৯ রান করেছেন শিমরন হেটমায়ের। তিনিই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। ভারতীয় বোলিংকে এদিন ছন্নছাড়া মনে হয়েছে। একটি করে উইকেট পেয়েছেন দীপক চাহার এবং মহম্মদ শামি। বাকি বোলাররা ওয়েস্ট ইন্ডিজের একটিও উইকেট তুলতে পারেননি।