ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ শুক্রবার হায়দরাবাদে রাজীব গান্ধি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ২০ ওভারে প্রথম ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। শিমরন হেটমায়ার করেন সর্বোচ্চ রান (৫৭)। এছাড়া উল্লেখযোগ্য রান করেছেন এভিন লিউইস (৪০), কায়রণ পোলার্ড (৩৭)।
যুজবেন্দ্র চাহাল নিয়েছেন ২টি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার এবং রবীন্দ্র জাডেজা। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভার ব্যাট করে চার উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া। ভারতীয় ইনিংসের ভিত গড়েছেন ওপেনার কেএল রাহুল (৬২) তবে মাত্র ৫০ বলে ৯৪ নট আউট ইনিংসের মাধ্যমে ভারতীয় জয়ে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। তিনিই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে খারি পিয়েরে নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন কোট্রেল এবং অধিনায়ক পোলার্ড।