এ যেন ইন্দোর টেস্টের পুনরাবৃত্তি! সিরিজের প্রথম ম্যাচের মতো ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে ঐতিহাসিক পিঙ্ক বল টেস্ট ম্যাচও মাত্র তিন দিনে জিতে নিল ভারত। এক ইনিংস এবং ৪৬ রানে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল কোহলি বাহিনী।
টসে জিতে ইডেনে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ভারতের আগুনে পেস অ্যাটাকের সামনে তাদের ব্যাটিংকে নড়বড়ে মনে হয়েছে। প্রথম ইনিংসে ৩০.৩ ওভারে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৩০-এর ঘরেও পৌঁছায়নি কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের রান। চার বাংলাদেশি ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন। ৫ উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা। উমেশ যাদব নিয়েছেন তিন উইকেট। দুটি উইকেট নিয়েছেন মহম্মদ শামি।
ভারত প্রথম ইনিংসে ৯ উইকেটে হারিয়ে ৩৪৭ রান তোলার পর ইনিংস ঘোষণা করে দেয়। গোলাপী বলের টেস্টে প্রথম শতরান করেন অধিনায়ক বিরাট কোহলি (১৩৬)। এছাড়া উল্লেখযোগ্য রান করেন চেতেশ্বর পূজারা (৫৫) এবং অজিঙ্কে রাহানে (৫১)। বাংলাদেশের আল আমিন হোসেন এবং ইবাদত হোসেন তিনটি করে উইকেট নিয়েছেন। দুটি উইকেট নিয়েছেন আবু জায়েদ।
দ্বিতীয় ইনিংসে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। সর্বোচ্চ রান করেন মুশফিকুর রহিম (৭৪)। চার উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা। তিনিই ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন। পাঁচ উইকেট নিয়েছেন উমেশ যাদব।