দৈনিক সুন্দরবন ডেস্ক
খাতায়-কলমে বিশ্বের এক নম্বর ক্রিকেট দল। বিশেষত সম্প্রতি পারফরমেন্সের কথা মাথায় রেখে ক্রিকেট পণ্ডিতরা অনুমান করেছিলেন, ভারত ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে যে কুপোকাত করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে বিশেষজ্ঞদের সব হিসেবকে ভুল প্রমাণিত করে মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের প্রথম ওডিআইতে বিরাট কোহলির দলকে ধরাশায়ী করে দেয় অ্যারন ফিঞ্চের দল। ভারতকে ১০ উইকেটে পরাজিত করে তিন ম্যাচের ওডিআই সিরিজে ১-০ লিড সংগ্রহ করে।
ব্যাট, বল হাতে ব্যর্থ হয়েছে রবি শাস্ত্রীর টিম ইন্ডিয়া। তার ওপর ব্যাটিংয়ের সময় প্যাট কামিন্সের বিষাক্ত বাউন্সার মাথায় লেগে কংকাশান চোট পেয়েছিলেন উইকেটকিপার ঋষভ পন্থ। তার বদলে কিপিং করেন কেএল রাহুল। সব মিলিয়ে বেশ চাপে ছিল ভারত। তবে শুক্রবার রাজকোটে এত চাপের মধ্যে থেকেও ঘুরে দাঁড়াল ভারত। অস্ট্রেলিয়াকে ৩৬ রানে পরাজিত করে সিরিজে ১-১ সমতা ফেরাল। সিরিজের শেষ ম্যাচ আক্ষরিক অর্থে ফাইনাল হতে চলেছে।


প্রথম ম্যাচের মতো এদিনও টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। শুরুটা ভালো করেন ওপেনার রোহিত শর্মা (৪২) এবং শিখর ধাওয়ান (৯৬)। রান পেয়েছেন অধিনায়ক বিরাট কোহলি (৭৮)। ৫২ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলেন কেএল রাহুল। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪০ রান তোলে ভারত। অজি বোলারদের মধ্যে সবচেয়ে সফল হয়েছেন অ্যাডাম জাম্পা। তিনি তিন উইকেট তুলে নিয়েছেন। এছাড়া দুই উইকেট পেয়েছেন কেন রিচার্ডসন।
জয়ের জন্য ৩৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ২০ রানের মাথায় তারা প্রথম উইকেট হারায়। অস্ট্রেলিয়ার হয়ে লড়াই করেছেন স্টিভ স্মিথ (৯৮) এবং মার্নাস লাবুশানে (৪৬)। কিন্তু এই দুজন ছাড়া বাকি অজি ব্যাটসম্যানরা বড় রান করতে পারেননি। ফলে ৪৯.১ ওভারে ৩০৪ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। ভারতের সবচেয়ে সফল বোলার হয়েছেন মহম্মদ শামি। তিনি তিন উইকেট নিয়েছেন। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন নবদীপ সাইনী, রবীন্দ্র জাডেজা এবং কুলদীপ যাদব। একটি উইকেট নিয়েছেন পেসার জসপ্রীত বুমরাহ। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কেএল রাহুল।