বুধবার, ডিসেম্বর ২, ২০২০
Home District অমাবস্যার কোটালে নদী বাঁধ ভাঙল সুন্দরবনে

অমাবস্যার কোটালে নদী বাঁধ ভাঙল সুন্দরবনে

৮২ Views

ফের নদী ভাঙনের মুখে পড়ল সুন্দরবন। সোমবার বিকেলে সুন্দরবনের রায়দিঘির মণি বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। তীব্র আতঙ্ক ছড়ায় রায়দিঘির কুমড়াপাড়া গ্রাম পঞ্চায়েতের গায়েনেরঘেরী এলাকায়। করোনা মহামারির মধ্যেই এই পিরিস্থিতিতে স্থানীয়রা প্রবল সমস্যায় পড়েছেন। তবে ঘটনার খবর পেয়ে দ্রুত গতিতে কাজ শুরু করে প্রশাসন। সেচ দফতরের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে বাঁধ মেরামতের কাজ শুরু করেন।

স্থানীয় ও প্রশাসন সূত্রে খবর, সোমবার বিকেলে মণি নদীতে জোয়ারের সময় স্লুইস গেটের কাছে বাঁধের কিছুটা অংশ ভেঙে যায়। হু হু করে জল ঢুকতে থাকে গ্রামে। বাড়ি-ঘরের পাশাপাশি বিঘার পর বিঘা চাষের জমি প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ।

এদিকে বাঁধ ভাঙার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান মথুরাপুর-২ ব্লক প্রশাসন ও সেচ দফতের প্রতিনিধিরা। পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত বাঁধ মেরামতের নির্দেশ দেওয়া হয়। বাঁধ মেরামতিতে হাত লাগান স্থানীয়রাও। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে মথুরাপুর ২ নম্বর এলাকার বিডিও রেজওয়ান আহমেদ বলেন, “বাঁধ ভাঙার খবর আসতেই বিডিও অফিস থেকে প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়। সেচ দফতর দ্রুত বাঁধ মেরামতের কাজ শুরু করেছে। আপতত এলাকার বাসিন্দারা বিপদমুক্ত।” ঘটনাস্থলে যান জেলা পরিষদের সদস্য অলোক জলদাতাও।

নদী, সমুদ্রে ঘেরা সুন্দরবনে নদীবাঁধ ভাঙন নতুন কিছু নয়। এর আগে আমফানের তাণ্ডবে মণি নদীর বাঁধের কিছুটা অংশ ভেঙে যায়। তখনও জল ঢুকে বহু বাড়ি, চাষের জমি জলের তলায় চলে যায়। ধীরে ধীরে সেই ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই পূর্ণিমা ও অমাবস্যার কোটালে মাঝে মাঝেই বাঁধে ভাঙন দেখা যায়।

ছবি সৌজন্যে আনন্দবাজার ডট কম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

আগামী বছরের আগস্টের মধ্যে ৩০ কোটি ভারতীয়কে কোভিড-১৯ টিকা প্রদানের পরিকল্পনা

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন আজ বলেছেন যে ২০২১ সালের আগস্টের মধ্যে ৩০ কোটি ভারতীয়কে কোভিড-১৯ প্রতিরোধের টিকা প্রদান করা হবে। এমনই পরিকল্পনা...

ম্যানগ্রোভ ফরেস্ট সম্বন্ধে ১১টি তথ্য

ম্যানগ্রোভ অরণ্য শুধু সুন্দরবনই নয়, পৃথিবীর অন্যান্য গ্রীষ্ম প্রধান অঞ্চলেও দেখা যায়। তবে সুন্দরবনের ম্যানগ্রোভ হল বিশ্বের বৃহত্তম। যে পরিবেশে ম্যানগ্রোভ বেড়ে...

নির্বিচারে ম্যানগ্রোভ নিধনে বিপদের মুখে সুন্দরবনের জীববৈচিত্র

আইন রয়েছে। রয়েছে নিষেধাজ্ঞা। তা সত্ত্বেও সুন্দরবনে নির্বিচারে চলছে ম্যানগ্রোভ ধ্বংসলীলা। প্রশাসনের তৎপরতায় মাঝে মাঝে অভিযান চলে। থেমে যায় বেআইনী কারবার। কিন্তু...

মটন বিরিয়ানি থেকে লুচি-ছোলার ডাল, কলকাতার খাবারে মুগ্ধ হয়েছিলেন দিয়েগো মারাদোনা!

শুধু করোনার তাণ্ডবই নয়, নানা কারণে ২০২০ একটি ‘আনলাকি’ বছর হিসেবে ইতিহাসের পাতায় লেখা থাকবে। এমনটাই দাবি অনেকের। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে...

Recent Comments

error: Content is protected !!