দৈনিক সুন্দরবন ডেস্ক
পুরুষ, মহিলা নির্বিশেষে ঠোঁট সবার কাছেই আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। বিশেষত মহিলাদের রূপচর্চায় ঠোঁটকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়। ঠোঁট ভালো রাখতে সবাই সচেতন। ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধি করতে, ঠোঁটকে আকর্ষণীয় করে তুলতে সাধারণত মহিলারা লিপস্টিক ব্যবহার করেন। তবে শুধু লিপস্টিক ব্যবহার করলেই ঠোঁট আকর্ষণীয় হয়ে উঠবে না। এক্ষেত্রে আমাদের কয়েকটি সাধারণ নিয়ম মেনে লিপস্টিক ব্যবহার করলে তবেই সুফল পাওয়া যাবে। আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক সেই উপায়গুলির বিশদ।
এক্সফলিয়েট করা ঠোঁট ভালো রাখার অন্যতম সেরা উপায়। তাই চিনি ও মধু মিশিয়ে স্ক্রাব তৈরি করে এক্সফলিয়েট করুন। ঠোঁটের উপর স্ক্রাব মেখে আলতোভাবে স্ক্রাব করুন। এর ফলে ঠোঁট মসৃণ ও আর্দ্র থাকবে। ম্যাট লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁট স্ক্রাব করে নিলে তা ব্যবহার করা সহজ হয় ও দেখতেও সুন্দর লাগে।
লিপস্টিক ব্যবহারের আগে কোন রং আপনাকে মানায় সেই সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। নিজের জন্য সঠিক রংয়ের লিপস্টিক ব্যবহার করলে আপনার ত্বক উজ্জ্বল দেখাবে। ত্বকের ধরণ অনুযায়ী লিপস্টিকের রং বাছাই করতে হবে। প্রথমে ঠোঁটে ভালো মানের লিপ বাম ব্যবহার করুন। তারপর লিপস্টিক ব্যবহার করুন।
সম্পূর্ণ ঠোঁটে লিপস্টিক ব্যবহার করার আগে লাইনার দিয়ে ঠোঁট এঁকে নিলে সুফল পাবেন। এর ফলে সহজে ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে লিপ লাইনারের সঙ্গে লিপস্টিক যেন মানানসই হয় সেটা নিশ্চিত করতে হবে।
লিপস্টিকের প্রভাব দীর্ঘস্থায়ী করতে টিস্যু পেপার ঠোঁটে নিয়ে তাতে সামান্য ট্রান্সলুসেন্ট পাউডার ছিটিয়ে নিন। এতে লিপস্টিক ম্যাট এবং দীর্ঘস্থায়ী হবে।