আজ, শনিবার অযোধ্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা করবে সুপ্রিমকোর্ট। শীর্ষ আদালত রায় ঘোষণার পর যাতে কোথাও শান্তি-শৃঙ্খলার অবনতি না হয় তা নিশ্চিত করতে সমগ্র দেশে নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা হয়েছে। বিশেষত অযোধ্যায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার থেকেই সেখানে বিশাল নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে সবাইকে শান্তি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, অযোধ্যা নিয়ে যাতে কোনো গুজব না ছড়ায় সেজন্য সোশ্যাল মিডিয়ার উপর কড়া নজর রাখা হবে।
রায় ঘোষণার আগে শুক্রবার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে সুপ্রিমকোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ শুক্রবার সকালে এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের চিফ সেক্রেটারি রাজেন্দ্র কুমার তিওয়ারি এবং ডিজিপি ওম প্রকাশ সিংয়ের সঙ্গে চার ঘন্টার বৈঠক করেন। সেখানে নিরাপত্তা নিয়ে কি কি বাড়তি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে প্রধান বিচারপতিকে অবগত করা হয়। গগৈয়ের নেতৃত্বাধীন সুপ্রিমকোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ শনিবার সকাল সাড়ে ১০টায় রায় ঘোষণা করবে। এই খবর সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পর থেকে উত্তরপ্রদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। শনিবার সাধারণত আদালতের ছুটির দিন হলেও, এদিনই এই গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে দেশের শীর্ষ আদালত।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের পর দেশের বিভিন্ন জায়গায় উত্তেজনা দেখা দিয়েছিল। কোনো কোনো জায়গা থেকে সংঘর্ষেও খবরও পাওয়া গিয়েছিল। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি চায় না প্রশাসন। তাই কোন প্রকার ঝুঁকি নেওয়া হচ্ছে না।
অযোধ্যায় এই মুহূর্তে বহু-স্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ইতিমধ্যে ছয় কোম্পানি (প্রতিটিতে রয়েছেন ৯০-১২৫ জন সেনা) আধা সামরিক বাহিনী গোটা শহরে মোতায়েন করা হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখতে সিসিটিভি এবং ড্রোনের ব্যবস্থা করা হয়েছে।