সম্প্রতি সংবাদের শিরোনামে উঠে এসেছেন মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। বিশেষত গত ২৮ অক্টোবর, বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অসাধারণ একটি ইনিংস খেলার পর তাকে নিয়ে আরও বেশি চর্চা হচ্ছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ত্রয়োদশ সংস্করণের প্লেঅফে নিজেদের স্থান প্রায় নিশ্চিত করে ফেলেছে মুম্বই। এদিকে এই ফ্র্যাঞ্চাইজির অন্যতম সেরা ব্যাটসম্যান সূর্যকুমারকে কেন ভারতীয় দলে দেখা যাচ্ছে না তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। বিশেষত ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে ধারাবাহিকভাবে ভালো খেলে চলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। অস্ট্রেলিয়া সফরের জন্য সম্প্রতি দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই দলে সূর্যকুমারকে অন্তর্ভুক্ত করা হয়নি। আর তা নিয়েই শুরু হয়েছে গুঞ্জন। সীমিত ওভার এবং টেস্ট ম্যাচের সিরিজ খেলতে আগামী মাসে ক্যাঙ্গারুদের দেশে যাবেন কোহলিরা। তিন ম্যাচের টি-২০ এবং ওডিআই সিরিজের পর দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হবে বহু প্রতিক্ষিত চার ম্যাচের টেস্ট সিরিজ।
গত ২৮ অক্টোবরের ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এবং বিরাট কোহলির আরসিবির মধ্যে লড়াই হয়েছিল শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। তারকাখচিত ব্যাটিং লাইন আপ থাকা সত্ত্বেও নির্ধারিত ২০ ওভারে ১৬৪ রানের বেশি তুলতে পারেনি আরসিবি। এই ম্যাচেই ব্যাটিংয়ের দ্যুতি ছড়িয়েছেন সূর্যকুমার যাদব। ৩৭ রানে এক উইকেট পড়ে যাওয়ার পর ব্যাট করতে নামেন সূর্যকুমার। শেষপর্যন্ত তিনি নট আউট থাকেন। মহম্মদ সিরাজের বলে চার মেরে তিনি মুম্বইয়ের জয় নিশ্চিত করেন।
টিম ইন্ডিয়ার নির্বাচকদের খোঁচা মারলেন স্কট স্টাইরিস
জয়ের জন্য ১৬৫ রান তাড়া করতে নেমে পাঁচ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় মুম্বই। সৌজন্যে সূর্যকুমারের ৪৩ বলে অপরাজিত ৭৯ রানের ইনিংস। ১০টি চার এবং ৩টি ছক্কায় নিজের ইনিংস সাজিয়েছিলেন এই ব্যাটসম্যান। তার স্ট্রাইক রেট ছিল ১৮৩.৭২। তার এই ব্যাটিং দক্ষতা থাকা সত্ত্বেও কেন তিনি ভারতীয় দলে স্থান পাচ্ছেন না তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। আইপিএলের পাশাপাশি বিগত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিকতা দেখাচ্ছেন এই ব্যাটসম্যান। ফলে টিম ইন্ডিয়ায় সূর্যকুমারকে না দেখে বিস্ময় প্রকাশ করেছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার স্কট স্টাইরিস। এই ব্যাপারে তিনি ভারতীয় নির্বাচকদের খোঁচা মারতে ছাড়েননি। প্রাক্তন কিউই ক্রিকেটার বলেন, সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় সূর্যকুমার বিদেশে চলে যাওয়ার কথা ভাবতে পারেন। তাতে তার সুবিধা হবে। অর্থাৎ অন্য কোনো দেশের হয়ে তিনি ক্রিকেট খেলার কথা বিবেচনা করতে পারেন। স্টাইরিস ট্যুইটে লেখেন, আমি ভাবছি যে সূর্যকুমার আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য বিদেশে চলে যাওয়ার কথা বিবেচন করবেন কী না।