ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠি দ্বিতীয় টি-২০ আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট সহজে পৌঁছে গিয়ে ৫ উইকেটে জয় অর্জন করেছে আয়োজক দেশ ইংল্যান্ড। জয় দিয়েই টি-২০ সিরিজ শুরু করার লক্ষ্যে মাঠে নামার পরিকল্পনা নিয়েছিল থ্রি লায়ন্স। যদিও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। ভেস্তে যায় প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচে মেন ইন গ্রিন প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে তোলেন ১৯৫ রান। তবে অসাধারণ দক্ষতা প্রদর্শনের মাধ্যমে জয় অর্জন করে ইংল্যান্ড।
এই ম্যাচে পরাজিত হওয়ার পর পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা বাবর আজমদের বিরুদ্ধে সরব হয়েছেন। অধিনায়ক হিসেবে সিদ্ধান্ত গ্রহণে বাবর আজমের দক্ষতার অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। দ্বিতীয় টি-২০ ম্যাচ জয়ে ডেভিড মালানের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অধিনায় ইয়ন মর্গ্যান। পাকিস্তানের সীমিত ওভারের অধিনায়ক আজম এই ম্যাচে ৪৪ বলে ৫৬ রান করলেও শোয়েব আখতার তার তীব্র সমালোচনা করেছেন। নিজের ইউটিউব চ্যানেলে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস বলেন, মাঠে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারেননি পাক অধিনায়ক আজম। আখতারের কথায়, সত্যি কথা বলতে কী পাক অধিনায়ক বাবর আজমকে দিশাহীন মনে হয়েছে। তিনি মাঠে আছেন ঠিকই কিন্তু কী করবেন না জানেন না। নিজের থেকে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তাতেই তিনি একজন ভালো অধিনায়ক হয়ে উঠতে পারবেন। বাবর আজমকে বুঝতে হবে যে যে সুযোগ তিনি পাচ্ছেন তা তিনি সারাজীবন পাবেন না।
বায়ো ‘ইনসিকিওর’ বাবলে খেলছে পাকিস্তান দল: শোয়েব আখতার
পাকিস্তান দলের রণকৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন আখতার। তিনি খোঁচা মেরে বলেন, বায়ো ‘ইনসিকিওর’ বাবলে খেলছে পাকিস্তান দল। দলের মধ্যে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে। কোনো স্পষ্ট রাস্তা দেখা যাচ্ছে না। দল নির্বাচন থেকে অধিনায়কত্ব, সর্বত্রই ধোঁয়াশা। আখতারের কথায়, বায়ো ইনসিকিওর বাবলের মধ্যে রয়েছে পাকিস্তান দল। প্রত্যেক খেলোয়াড় নিরাপত্তাহীনতায় ভুগছেন। কেউ জানে না তারা ভালো অধিনায়ক না ভালো ব্র্যান্ড হতে চায়। বিভ্রান্তিকর দল নির্বাচন, বিভ্রান্তিকর ম্যানেজমেন্ট, বিভ্রান্ত অধিনায়ক, বিভ্রান্ত দল। সব তালগোল পাকিয়ে গিয়েছে।