বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২০
Home country সরকার একটা ভুল করেছে: কানহাইয়া কুমার

সরকার একটা ভুল করেছে: কানহাইয়া কুমার

১৭৯ Views

জেএনইউ প্রসঙ্গে তীব্র আক্রমণের মুখে পড়ল কেন্দ্রীয় সরকার। প্রাক্তন ছাত্র নেতা কানহাইয়া কুমার, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি সহ জওহরলাল নেহরু বিশ্ববদ্যালয়ের একাধিক প্রাক্তনী কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে গণ্ডগোলের ঘটনা প্রসঙ্গে তাদের অভিযোগ, সংবিধান ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।

বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনীদের একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে ইয়েচুরি প্রশ্ন তোলেন, জেএনইউ স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট ঐশী ঘোষের বিরুদ্ধে কেন এফআইআর দায়ের করা হল। ইয়েচুরির দাবি, এটা প্রাথমিক ভাবনা ছিল না। পরে এই পদক্ষেপ ঠিক করা হয়। সিপিএমের জেনারেল সেক্রেটারি বলেন, আমরা সংবিধান রক্ষা করছি। যদি সংবিধান বিরোধী কেউ থাকে সেটা হল সরকার, যারা সংবিধান ধ্বংস করার চেষ্টা করছে।

জেএনইউর স্টুডেন্ট ইউনিয়নের প্রাক্তন প্রেসিডেন্ট এবং সিপিআই নেতা কানহাইয়া কুমার বলেন, যে সমস্ত বিষয় প্রচারের আলোয় আসে না সেগুলি নিয়েই সর্বদা জেএনইউ আলোচনা করে। সরকার একটি ভুল করেছে। তারা এমন একজনকে শত্রু বানিয়েছে যারা বুদ্ধিমান এবং মেধাবী। জেএনইউর জন্য ঘৃণা বিশ্ববিদ্যালয় বা মতাদর্শের জন্য ঘৃণা নয়। একটি দেশ কেমন হওয়া উচিত সেই চিন্তাভাবনাই এখানে তুলে ধরা হয়। জেএনইউতে একজন মেয়ে একা লাইব্রেরি থেকে বেরিয়ে রাস্তায় যেতে পারেন। এই ক্যাম্পাসে ৪০ শতাংশই গরীব অথবা আদিবাসী পরিবার থেকে আসেন।

কানহাইয়া কুমার বলেন, কেউ যখন বলেন তিনি টুকড়ে টুকড়ে গ্যাংয়ের নেতা, তখন তিনি এটাকে সম্মান হিসেবে গ্রহণ করেন। জেএনইউতে থাকলেই আপনাকে বামপন্থী বলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

প্রাণের ঝুঁকি নিয়ে মধু এনেও উপযুক্ত দাম পান না সুন্দরবনের মধু সংগ্রহকারীরা

আলামিন ফকির। বয়স বছর কুড়ি। বাংলাদেশের সুন্দরবন এলাকার বাসিন্দা। সুন্দরবনে মধু সংগ্রহ করার জন্য পাস জোগাড় করতে হয়। সেই জন্য স্থানীয় এক...

এক ওভারে পাঁচ ছক্কা: আইপিএল ২০২০-তে চাঞ্চল্য সৃষ্টি করলেন রাহুল তেওয়াটিয়া

রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটি ম্যাচে শার্জায় মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস এবং কিংস ইলেভন পাঞ্জাব। এই ম্যাচে ব্যাটিং দক্ষতার মাধ্যমে চাঞ্চল্য...

করোনা আক্রান্ত পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানা, আরোগ্য কামনায় পূজার আয়োজন করল তৃণমূল

বিশ্বজিৎ মান্না পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানা করোনা আক্রান্ত হয়েছেন। তার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ উদ্যোগ গ্রহণ করল তৃণমূল কংগ্রেস।...

আইপিএল ২০২০: সম্পূর্ণ সূচি, তারিখ, ভেনু

বহু প্রতিক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সূচি ঘোষণা করা হয়েছে। এবারে ভারতের বদলে সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হবে আইপিএল। ১৯ সেপ্টেম্বর থেকে...

Recent Comments

error: Content is protected !!