এবারের গঙ্গাসাগরের মেলায় লাগল প্রযুক্তির ছোঁয়া। কপিল মুনির মন্দিরে পুজো দেওয়ার জল, ফুল এবং প্রসাদ অনলাইনে অর্ডার দিলে তা আপনার বাড়িতে পৌঁছে যাবে। রবিবার থেকেই এই অর্ডার দেওয়া যাবে। পাওয়া যাবে ১০ জানুয়ারি পর্যন্ত। এই উদ্যোগের জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে গঙ্গাসাগর নামে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। শনিবার আলিপুরে আনুষ্ঠানিকভাবে এর উদবোধন করেন জেলাশাসক পি উলগানাথন।