কেন্দ্রের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাথরপ্রতিমায় একটি অনুষ্ঠানে তিনি বলেন, বারংবার অনুরোধ সত্ত্বেও কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার গঙ্গাসাগর মেলার জন্য আর্থিক সহায়তা প্রদান করেনি। তৃণমূল সুপ্রিমো বলেন, কুম্ভ মেলার জন্য কেন্দ্র টাকা দেয়। অথচ মুড়িগঙ্গার উপর একটি সেতু নির্মাণের জন্য পশ্চিমবঙ্গের অনুরোধ কানে তোলেনি কেন্দ্রীয় সরকার।
মমতার কথায়, আমি কেন্দ্রকে বারবার মুড়িগঙ্গায় একটি লোহার সেতু নির্মাণের কথা বলেছি। কিন্তু আমার অনুরোধকে পাত্তা দেওয়া হয়নি। কেন্দ্র আর্থিক সহায়তা প্রদান করেনি।
সুন্দরবনের পাথরপ্রতিমার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, সাগরদ্বীপের উন্নয়নে তার সরকার অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রতিবছর মকর সংক্রান্তিতে সাগরদ্বীপে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এখানে আসেন। গঙ্গা এবং বঙ্গোপসাগরের মিলনস্থলে তারা পুণ্যস্নান করেন। তারপর কপিল মুনির মন্দিরে পুজো দেন। মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগর মেলা কুম্ভমেলার সমান। কেন্দ্রীয় সরকার কুম্ভ মেলার জন্য তহবিল প্রদান করে। অথচ গঙ্গাসাগর মেলার জন্য আর্থিক সাহায্য দেয় না। তবে আমরা ভিক্ষা করব না।
এবারের গঙ্গাসাগর মেলার জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিপুল আয়োজন করা হয়েছে। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, মেলার সময় মোট ২২টি জেটি সক্রিয় থাকবে। পুণ্যার্থীদের যাতায়াতের জন্য ছয়টি বার্জ, ১৩২টি ভেসেল এবং ৪০০০টি বাস বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী আগে জানিয়েছিলেন, গঙ্গাসাগর মেলায় যাওয়া পুণ্যার্থীদের সরকারের তরফ থেকে ৫ লক্ষ টাকার বিমার সুবিধা প্রদান করা হবে। প্রসঙ্গত, এবারের গঙ্গাসাগর মেলা ১১ জানুয়ারি থেকে আরম্ভ হবে।