শুক্রবার থেকে কেপ টাউনে শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট। ম্যাচের আগের দিন ওয়ার্ম-আপের সময়ে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে গুরুতর চোট পেয়েছিলেন ররি বার্নস। তার শারীরিক অবস্থা এতটাই গুরুতর যে সিরিজের বাকি দুই টেস্ট থেকে তিনি ছিটকে গিয়েছেন। দুর্দান্ত ছন্দে ছিলেন বার্নস। তার অনুপস্থিতি টের পাবে ইংল্যান্ড। এদিকে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাতেই দেশে ফিরে গিয়েছেন বার্নস। এদিকে এই ঘটনার জেরে ইংল্যান্ডের প্র্যাকটিসে ফুটবল নিষিদ্ধ করা হয়েছে। অতীতে ইংল্যান্ডের অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে চোট পাওয়ার নজির রয়েছে। যেমন ২০১৮ সালের শেষের দিকে এমনই এক অনুশীলনে চোট পেয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার জনি বেয়ারস্টো। তার আগে একইভাবে চোট পেয়েছিলেন জো ডেনলি ও জেমস অ্যান্ডারসন।
প্রোটিয়াদের দেশে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১০৭ রানে পরাজিত হয়েছে ইংল্যান্ড। সিরিজে তারা আপাতত ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে। এদিকে বার্নস ছাড়াও চোটের কারণে কেপ টাউন টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ইংল্যান্ডের বোলিংয়ের অন্যতম প্রধান ভরসা জোফ্রা আর্চার।