নৌকাডুবে মৃত্যু হল এক মৎসজীবীর। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে সুন্দরবনে। নৌকা ডুবে যাওয়ার পর থেকে দুজন মৎসজীবী নিখোঁজ ছিলেন। তাদের মধ্যে থেকে একজনের মৃতদেহ শনিবার উদ্ধার করা হয়। এখনও এক মৎসজীবীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্থানীয় সূত্রে খবর, গত ২৩ ডিসেম্বর রায়দিঘি থেকে ছোট একটি নৌকাতে করে নদীতে মাছ ধরতে গিয়ে ছিলেন ৪ মৎস্যজীবী। পরের দিন তারা সুন্দরবনের বিদ্যা নদীতে আলগা দ্বীপের দক্ষিণ মাথায় জাল পেতে মাছ ধরছিলেন। সেই সময় হঠাৎ প্রবল হাওয়ায় নৌকাটি উল্টে যায়। সঙ্গে সঙ্গে দুজন মৎস্যজীবী সাঁতার দিয়ে পাশে থাকা একটি নৌকাতে উঠে প্রাণে বাঁচলেও বাকি দুজন জলের তোড়ে তলিয়ে গিয়েছিলেন। তলিয়ে যাওয়া দুই মৎসজীবীর নাম বুদ্ধেশ্বর মন্ডল ও রবি দাস। দুজনেরই বাড়ি রায়দিঘি থানার উত্তর পাড়ায়। এদিন সকালে সুন্দরবনের কলসদ্বীপের কাছ থেকে রবি দাসের মৃতদেহ উদ্ধার করা হয়। এদিন বিকেলে রবির মৃতদেহ রায়দিঘির ঘাটে আনা হয়। পরে মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত বুদ্ধেশ্বরের কোনো খোঁজ পাওয়া যায়নি।