মহিলা পশুচিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য পদক্ষেপ গ্রহণ করল তেলেঙ্গানা সরকার। নির্যাতিতার পরিবারকে রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি এই মামলার বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ফাস্ট ট্র্যাক কোর্ট স্থাপনের নির্দেশ দিয়েছেন।
হায়দরাবাদে ২৭ বছর বয়সী ওই পশুচিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় তিনি অত্যন্ত ব্যথিত বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দেওয়া হবে।