কৃষক বিক্ষোভে উত্তাল দিল্লি। এর মধ্যেই জানা গিয়েছে, কৃষি বিল নিয়ে অবস্থান পরিবর্তন করতে পারে নরেন্দ্র মোদি সরকার। এনডিটিভির একটি প্রতিবেদন অনুযায়ী, কৃষি আইন সংশোধন করতে পারে কেন্দ্রীয় সরকার। বিক্ষুব্ধ কৃষকদের সাথে সরকারের পঞ্চম দফার আলোচনার আগে প্রতিরক্ষমন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে। সূত্রের খবর, কৃষি আইন সংশোধনের বিষয়টি গুরুত্ব সহকারের সরকার বিবেচনা করছে।
কৃষি আইন বাতিলের দাবিতে বিগত কয়েকদিন ধরে দিল্লি সহ এনসিআর এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। পাঞ্জাব, হরিয়াণার মতো রাজ্যের কৃষকরা দিল্লিতে ধর্নায় বসেছেন। কৃষকদের এই বিক্ষোভ দেশের পাশাপাশি বিদেশেও খবরের শিরোনাম হয়ে উঠেছে। দিল্লিতে কৃষকদের বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও কানাডার এই প্রতিক্রিয়ায় ভারতা পাল্টা অসন্তোষ প্রকাশ করেছে। দিল্লিতে অবস্থিত কানাডা দূতাবাসের দূতকে ডেকে ইতিমধ্যে সেই বার্তা দিয়েছে ভারত।