শুক্রবার মালদায় সীমান্তঘেঁষা বাংলাদেশের ৯টি জেলা এবং উত্তরবঙ্গের বাংলাদেশ সীমান্ত নিকটবর্তী ৬ টি জেলার জেলা প্রশাসন ও বিএসএফের আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ছিটমহল সমস্যা থেকে শুরু করে পাচার, চোরাচালানের মত একাধিক সমস্যা নিয়ে দুই দেশের আধিকারিকদের মধ্যে আলোচনা হয়েছে।
এদিকে ভারত ও বাংলাদেশের আধিকারিকদের মধ্যে বৈঠকের আবহের মাঝেই বৃহস্পতিবার গভীর রাতে মালদায় চরিঅনন্তপুরে বাংলাদেশ সীমান্ত থেকে চার লক্ষ দু হাজার টাকার জাল নোট উদ্ধার করল বিএসএফ। বিএসএফের দাবি, বাংলাদেশের দিক থেকে ওই জালনোট এপারে ছুঁড়ে দেওয়া হয়। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। দু হাজার টাকার নোটের পাশাপাশি পাঁচশো টাকার জালনোটও উদ্ধার হয়েছে।