উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত হলে প্রাক্তন বিজেপি নেতা তথা উত্তরপ্রদেশের সিটিং এমএলএ কুলদীপ সিং সেনগার। ২০১৭ সালের এই ঘটনার মামলায় সোমবার দিল্লির একটি বিশেষ আদালত তাকে দোষী সাব্যস্ত করে। প্রসঙ্গত, কুলদীপকে ইতিমধ্যে বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার এই মামলায় শাস্তি ঘোষণা করতে পারে আদালত। কুলদীপ ন্যূনতম ১০ বছর এবং সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি পেতে পারেন। আদালতে এদিন রায় ঘোষণার সময় অন্যতম অভিযুক্ত শশী সিং অসুস্থ হয়ে পড়েন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনিই নির্যাতিতাকে কুলদীপের কাছে নিয়ে গিয়েছিলেন।